উপস্থাপিত হবে চিকিৎসা সংক্রান্ত ৭০টি গবেষণাপত্র

চট্টগ্রামে দেশী-বিদেশী চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকদের মিলনমেলা বৃহস্পতিবার

Printed Edition
চট্টগ্রামে দেশী-বিদেশী চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকদের মিলনমেলা বৃহস্পতিবার
চট্টগ্রামে দেশী-বিদেশী চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকদের মিলনমেলা বৃহস্পতিবার

চট্টগ্রাম ব্যুরো

কানাডা, তুরস্ক, থাইল্যান্ড, পাকিস্তানসহ দেশ-বিদেশের সাত শতাধিক নামকরা, প্রথিতযশা চিকিৎসা বিজ্ঞানী ও গবেষকদের মিলনমেলা বসছে বন্দর নগরী চট্টগ্রামে। দু’টি মেডিক্যাল কলেজ ও একটি নার্সিং কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক এ বৈজ্ঞানিক সম্মেলনে ঘিরে মিলিত হবেন তারা। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ (সিআইএমসি), চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ (সিআইডিসি) ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল নার্সিং কলেজের (সিআইএনসি) উদ্যোগে কলেজ ক্যাম্পাসে ১৮ ডিসেম্বর দিনব্যাপী এই সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। ‘গবেষণা এবং চিকিৎসা শিক্ষা : উদ্ভাবনকে অনুপ্রাণিতকরণ ও বৈশ্বিক স্বীকৃতি নিশ্চিতকরণ’ শীর্ষক প্রতিপাদ্যে সম্মেলনে চিকিৎসা সংক্রান্ত ৭০টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।

এ উপলক্ষে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সম্মেলনের চেয়ারম্যান ও অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: টিপু সুলতান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান অধ্যাপক ডা: মো: মুসলিম উদ্দিন ও অধ্যাপক ডা: আকরাম পারভেজ চৌধুরী, ইসি কমিটির সদস্য অধ্যাপক মো: নুরুন্নবী, অর্গাইনজিং সেক্রেটারি অধ্যাপক ডা: মো: পারভেজ ইকবাল শরীফ, সায়েন্টিফিক কমিটির আহ্বায়ক ডা: মো: কামরুল ইসলাম, নার্সিং কলেজের অধ্যক্ষ ও অর্গানাইজিং কমিটির সদস্য মিসেস ইলা দাস।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালেদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ ইউসুফ, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: ওমর ফারুক ইউসুফ, ডিরেক্টরেট জেনারেল অব মেডিক্যাল এডুকেশনের মহাপরিচালক অধ্যাপক ডা: নাজমুল হোসাইন। বাংলাদেশের মেডিক্যাল গবেষণার অন্যতম পথিকৃৎ স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ও মেডিক্যাল বিজ্ঞানী অধ্যাপক ডা: এম এ ফয়েজসহ দেশের নামকরা ক্যান্সার, শিশু, মেডিসিন, কিডনি, গাইনি, হৃদরোগ, ডায়াবেটিস, রক্ত রোগসহ স্বনামধন্য চিকিৎসকরা এতে চিকিৎসা সংক্রান্ত অজানা অনেক তথ্য তুলে ধরবেন। বিজ্ঞপ্তি।