ইতিহাসে আজ

Printed Edition

অক্টোবর-১৫

- ১৫৪২ : মোগল সম্রাট জালালুদ্দিন আকবরের জন্ম।

- ১৬৭৬ : ব্রিটেনের রাজার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে ‘টাকা’ ও ‘পয়সা’ মুদ্রণের অনুমতি লাভ করে।

- ১৬৭৬ : মোগল সম্রাট আওরঙ্গজেব বিজাপুর অধিকার করেন।

- ১৮৪৪ : জার্মান দার্শনিক ফ্রিডরিখ ভিলহেলম নিটশের জন্ম।

- ১৯১৫ : প্রথম মহাযুদ্ধে বুলগেরিয়া অক্ষশক্তির সঙ্গে যোগ দেয়।