সাফ ফাইনালে বাংলাদেশ

Printed Edition
বাংলাদেশের দুই গোলদাতা নাজমুল হুদা (১০) ও অপু রহমান (৭) : বাফুফে
বাংলাদেশের দুই গোলদাতা নাজমুল হুদা (১০) ও অপু রহমান (৭) : বাফুফে

বাংলাদেশ ২-০ পাকিস্তান

(নাজমুল, অপু)

ক্রীড়া প্রতিবেদক

কলম্বোর আকাশে তখনো সন্ধ্যা নামেনি, অথচ মাঠে নেমেই ঝড় তুলল বাংলাদেশের ফুটবলাররা। প্রথম চার মিনিটেই দুই গোল-পাকিস্তান হতভম্ব, দর্শক স্তম্ভিত, অনেক ঠিকমতো আসনও গ্রহণ করেননি। বিপরীতে লাল-সবুজ শিবিরে উৎসবের ঝলকানি। সেই ঝড়ো সূচনাই শেষ পর্যন্ত ফাইনালের দুয়ার খুলে দিল বাংলাদেশের সামনে। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।

গতকাল কলম্বোর রেসকোর্স মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে লাল সবুজের খুদে ফুটবলাররা। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ও অপু রহমান। দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও নেপালের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে ২৮ সেপ্টেম্বর রোববার ফাইনাল খেলবে গোলাম রব্বানীর শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে চাপে রেখে খেলতে থাকে বাংলাশে। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় কোচ গোলাম রব্বানীর শিষ্যরা। তিন মিনিটে নাজমুল হুদার গোলে লিড নেয় বাংলাদেশ। এই গোলে পাকিস্তান গোলকিপার সামার রাজ্জাকের অবদান কম নয়। তার ভুলে বক্সের সামনে বল পান অপু রহমান, পাস বাড়ান নাজমুলের কাছে, গোলকিপার এগিয়ে এসে বলের নিয়ন্ত্রণ নেয়ার আগে ডান পায়ের প্লেসিং শটে জালে বল জড়ান বাংলাদেশের অধিনায়ক (১-০)। পরের মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আগের গোলের অ্যাসিস্ট অপু রহমান। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ পায়ের বাঁকানো শটে কিপারের উপর দিয়ে বল জালে পাঠান জালে পাঠান অপু (২-০)।

১৩ মিনিটে আরেকবার জালে বল পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা। তবে গোলের উল্লাস করার আগেই বাজে অফসাইডের বাঁশি। একটু পর আবদুল্লাহর গোলও বাতিল হয় অফসাইডের কারণে। দ্বিতীয়ার্ধে গোল সংখ্যা বাড়ানোর দিকে মনযোগ দিলেও ব্যর্থ হয় বাংলাদেশ। গোল শোধ করতে ব্যর্থ হয় পাকিস্তানও। পুরো ম্যাচে পাকিস্তান চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ও অফসাইড ফাঁদে বারবার আটকা পড়ে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে বাংলাদেশই জয় ধরে রেখে ফাইনালে উঠার আনন্দে ভাসে।