নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গেন্ডারিয়া ৪০ নম্বর ওয়ার্ড দয়াগঞ্জ জেলেপাড়ায় নির্বাচনী সমাবেশে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াত নেতা ড. আবদুল মান্নান বলেছেন, ঢাকা-৬ আসনে কোনো ধর্মীয় ভেদাভেদ থাকবে না, সবাই নির্বিঘেœ নিজ নিজ ধর্ম পালন করবেন। আপনারা কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই এ দেশের নাগরিক, সবাই বাংলাদেশী।
কালীমন্দিরের সভাপতি শান্তি কুমার দাসের সভাপতিত্ব সভায় বিশেষ অতিথি ছিলেন গেন্ডারিয়া উত্তর থানা আমির গোলাম আজম। মন্দির কমিটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার দীপক কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এর আগে বাংলাদেশ মটর পার্টস এবং টায়ার টিউব ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন ১১ দল সমর্থিত এ প্রার্থী। সমিতির যুগ্ম সম্পাদক মুজাদ্দিদ খান আরাফির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম। নর্থব্রুক হল রোড, বাংলাবাজার সমিতির অফিসে কোষাধ্যক্ষ মোহাম্মদ কুদ্দুস মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় ব্যবসায়ীরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
এ সময় ড. মান্নান বলেন, আমরা পুরান ঢাকার অবহেলা আর দেখতে চাই না, আধুনিক সব সুবিধা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক নির্মূল করা হবে, ফুটপাথ দখলমুক্ত করা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই। দীর্ঘ দিন বাংলাদেশের মানুষ বিশেষত পুরান ঢাকার মানুষ অধিকার বঞ্চিত। আমরা বিজয়ী হলে পুরান ঢাকার যানজট ও গ্যাস সমস্যাসহ সব মৌলিক সমস্যার স্থায়ী সমাধান করা হবে। মতবিনিময় শেষে তিনি গণসংযোগে অংশগ্রহণ করেন।



