স্ত্রীকে মেরে ফ্রিজে রেখে পালিয়ে গেছেন স্বামী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কলাবাগান এলাকার ফাস্ট লেনের একটি বাসার ফ্রিজের ভেতর থেকে তাসলিমা আক্তার (৪২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, দাম্পত্য কলহের জেরে তাসলিমাকে স্বামী নজরুল ইসলাম মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেন। পরে লাশ ফ্রিজে রেখে দিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের পরিবার নজরুল ইসলামের বিরুদ্ধে কলাবাগান থানায় হত্যামামলা করেছে।

জানা গেছে, নজরুল ইসলাম প্রায়ই মাদকাসক্ত থাকতেন এবং স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন। সম্প্রতি স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ করতেন যা নিয়েই এ ঝগড়া বাধে। সোমবার ভোরে নজরুল ইসলাম ঘুম থেকে তুলে দুই মেয়েকে নিয়ে বাসা থেকে বের হন। মায়ের খোঁজ চাইলে তিনি সন্তানদের বলেন, তোমার মা অন্য একজনের সাথে চলে গেছে। পরে তিনি দুই মেয়েকে আদাবরের নানাবাড়িতে পৌঁছে দেন। বাবার কথায় সন্দেহ হওয়ায় মেয়েরা স্বজনদের সাথে যোগাযোগ করে। পরে পরিবারের সদস্যরা থানায় গিয়ে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। তালা ভেঙে বাসায় ঢুকে ডিপ ফ্রিজের ভেতর থেকে তাসলিমার লাশ উদ্ধার করা হয়।

কলাবাগান থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আতিকুর রহমান বলেন, আসামিকে গ্রেফতারের সর্বাত্মকভাবে চেষ্টা করা হচ্ছে। তবে ঘাতক স্বামী পালিয়ে যাওয়ায় এখনো ধরা যায়নি। মেয়েরা বাবা আসামি করে মামলা করেছে। সোমবার পুলিশ ডিপ ফ্রিজে তাসলিমার লাশ পায়। লাশে জখমের চিহ্ন ছিল। নজরুল তেমন কিছু করতেন না। একসময় তার আদাবরে বাড়ি ছিল। সেই বাড়ি বিক্রির টাকা ব্যাংকে রেখে লাভের টাকায় তিনি সংসার চালাতেন।

এদিকে রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুরের দিকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা পথচারী সবুজ মিয়া জানান, খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে তিনি মারা যান।