১ লাখ কোটি টাকার বেশি বরাদ্দ চার মন্ত্রণালয়কে

পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের নতুন এডিপির আকার উপস্থাপন করা হবে।

হামিদ সরকার
Printed Edition

নতুন এডিপি নিয়ে বর্ধিত সভা আজ

  • স্থানীয় সরকার বিভাগ ৪০ হাজার ২৩ কোটি টাকা
  • সড়ক পরিবহনে ও মহাসড়কে ৩১ হাজার ৮২৮ কোটি টাকা
  • বিদ্যুৎ বিভাগকে ২১ হাজার কোটি টাকা
  • রেলপথ বিভাগকে ১০ হাজার কোটি টাকা

নতুন ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) স্থানীয় সরকার, সড়ক পরিবহন, রেলপথ ও বিদ্যুৎ বিভাগ মিলে এক লাখ ২৮৫ কোটি ৭৮ টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। যেখানে আগামী অর্থবছরের এডিপির আকার ধরা হচ্ছে দুই লাখ ৩০ হাজার কোটি টাকা। তবে বরাদ্দ কমালেও স্থানীয় সরকার বিভাগকে সর্বোচ্চ ৪০ হাজার ২৩ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হচ্ছে বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে। বরাদ্দের ক্ষেত্রে সড়ক পরিবহনে ও মহাসড়ক বিভাগকে ৩১ হাজার ৮২৮ কোটি টাকা, বিদ্যুৎ বিভাগকে প্রায় ২১ হাজার কোটি টাকা, রেলপথ বিভাগকে ১০ হাজার কোটি টাকা প্রস্তাবনা নিয়ে আজ পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় আলোচনা করা হবে। এখানে অনুমোদন পেলে তা চলতি মাসেই জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পেশ করা হবে।

পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে আজ পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় আগামী ২০২৫-২৬ অর্থবছরের নতুন এডিপির আকার উপস্থাপন করা হবে। যেখানে দুই লাখ ৩০ হাজার কোটি টাকার মধ্যে সরকারি তহবিল থেকে এক লাখ ৪৪ হাজার কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে ৮৬ হাজার কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অপ্রয়োজনীয় ব্যয় কমাতে আগামী (২০২৫-২৬) অর্থবছরের উন্নয়ন বাজেট চলতি অর্থবছরের মূল এডিপির থেকে ৩৫ হাজার কোটি টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

মন্ত্রণালয়ের চাহিদার বিপরীতে বরাদ্দের যে প্রস্তাবনা বর্ধিত সভায় কার্যক্রম বিভাগ থেকে পেশ করা হচ্ছে সেগুলো হলো, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের জন্য ১২ হাজার ১৫০ কোটি ৫১ লাখ টাকা, পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য আট হাজার ৪৭৩ কোটি ১০ লাখ টাকা, কৃষি মন্ত্রণালয়ের জন্য ৪ হাজার ৫৯৭ কোটি ৭২ লাখ টাকা, স্বাস্থ্য সেবা বিভাগকে ৭ হাজার ৭৩৪ কোটি টাকা, জ্বালানি ও খণিজসম্পদ বিভাগের জন্য ২ হাজার ৫৮৪ কোটি টাকা, নৌ পরিবহন মন্ত্রণালয়ের জন্য প্রায় ৭ হাজার কোটি টাকা, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৪০০ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে চার হাজার ১৬ কোটি টাকা, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে তিন হাজার ১৬৭ কোটি টাকা।

সূত্রের তথ্য বলছে, চলতি অর্থবছরের এডিপির বরাদ্দের তুলনায় আগামী অর্থবছর অনেক মন্ত্রণালয়ের বরাদ্দ কমছে। যাদের বরাদ্দ কমানো হচ্ছে সেগুলোর মধ্যে অন্যতম হলো, সমাজকল্যাণ মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, গৃহায়ণ ও গণপূর্ত বিভাগ, শিল্প মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়।