নিজস্ব প্রতিবেদক ও নয়া দিগন্ত ডেস্ক
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার রূহের মাগফিরাত কামনা করেছেন।
এফবিসিসিআই ও ডিসিসিআই : দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সারা দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ঢাকার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।
দেশের ব্যবসায়ীদের শীর্ষ এই দুই সংগঠন থেকে পাঠানো পৃথক দু’টি শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়। গতকাল ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়।
এফবিসিসিআই শোক বার্তায় জানায়, বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান ও দীর্ঘ সংগ্রাম জাতি কৃতজ্ঞতচিত্তে স্মরণ করবে। তার মৃত্যুতে জাতি একজন সৎ ও দেশপ্রেমিক নেত্রীকে হারাল। তার দীর্ঘ সংগ্রাম ও আপসহীন নেতৃত্বে জাতি সবসময় মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। ব্যবসায়ী সমাজ তাকে বিভিন্ন ক্রান্তিলগ্নে পাশে পেয়েছে।
এফবিসিসিআই বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে। মহান আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণ করার শক্তি ও সাহস দান করুন।
এ দিকে ডিসিসিআই এক শোক বার্তায় জানায়, বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া অগ্রগণ্য ভূমিকা পালন করেন। সেই সাথে সাধারণ মানুষের আর্থসামাজিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন নিরলসভাবে কাজ করে গিয়েছেন, যা জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে।
শোকবার্তায় ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ এবং সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্যরা খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন স্বাক্ষরিত এক শোকবার্তায় বলা হয়, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বাংলাদেশের রাজনীতির আপসহীন নেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। তিনি ছিলেন বাংলাদেশের মানুষের অভিভাবক। দেশের রাজনৈতিক সঙ্কটের এই মুহূর্তে তার মৃত্যুতে এক বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে। আমরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং জাতি এই শোককে শক্তিতে রূপান্তরিত করবে সে কামনা করছি।’
বিজিএমইএর শোক : দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। এক শোকবার্তায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সমগ্র পোশাক শিল্প পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। দেশ একজন অভিভাবক ও কালজয়ী দেশপ্রেমিক নেতাকে হারাল। জাতীয় জীবনে এই অপূরণীয় শূন্যতা পূরণ হওয়ার নয়।
বিজিএমইএ সভাপতি আরো বলেন, তৈরি পোশাক শিল্পের বিশ্বব্যাপী প্রসারে তার আন্তরিকতা এবং সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্তগুলো আমাদের এই শিল্পের অগ্রযাত্রায় চিরকাল মাইলফলক হয়ে থাকবে। দেশের শিল্প ও বাণিজ্যের ইতিহাসে তার অর্থনৈতিক দর্শন ও কর্মময় জীবন অম্লান হয়ে থাকবে। দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্পের বিশ্বব্যাপী প্রসারে বেগম খালেদা জিয়া বিশেষ গুরুত্বারোপ করেছিলেন। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন পোশাক খাতের জন্য সহায়ক শুল্ক নীতি ও প্রশাসনিক সহযোগিতা প্রদানের ফলেই এ খাত বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ ছাড়া নারী শিক্ষার প্রসার ও অবৈতনিক শিক্ষা চালুর মাধ্যমে তিনি দেশের এক বিশাল নারী জনগোষ্ঠীকে দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরিত করার ভিত্তি স্থাপন করেছিলেন। যা পোশাক শিল্পে নারী কর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করেছে এবং নারীর ক্ষমতায়নে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে।
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা : উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল। তিনি বলেন, পতিত স্বৈরাচার এরশাদ ও শেখ হাসিনার বিরুদ্ধে তার আদর্শিক ও আপসহীন অবস্থান, নেতৃত্ব ও লড়াই বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ইতিহাসে অনন্য গুরুত্বপূর্ণ অধ্যায় ও অবদান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেগম খালেদা জিয়া পরিবেশ, অবকাঠামো, নারী শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়নে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণে যে ভূমিকা রেখেছেন জাতি তা চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলেও উপদেষ্টা উল্লেখ করেন।
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব:) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের তিন বারের প্রধানমন্ত্রী এবং একজন সফল, সৎ ও আদর্শ রাজনীতিবিদ। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা : এক শোকবার্তায় খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শোকবার্তায় উপদেষ্টা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন খালেদা জিয়া। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রাতিষ্ঠানিক শিক্ষার সম্প্রসারণ, নারী শিক্ষার অগ্রগতি, নারীর ক্ষমতায়ন, ক্ষুদ্র অর্থনীতির বিস্তার এবং এসএমই খাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদখাতের উন্নয়নেও তার দৃঢ় ভূমিকা ছিল।
খাদ্য ও ভূমি উপদেষ্টা : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শোকবার্তায় উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল। এ মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।
সমাজকল্যাণ উপদেষ্টা : উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অভিভাবককে হারিয়েছে। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি বলেন, বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রীই ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে সরকার চলতি মাসে তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এক শোকবার্তায় উপদেষ্টা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রাথমিক-গণশিক্ষা-উপদেষ্টা : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার।
পীর চরমোনাই : এক শোকবার্তায় পীর চরমোনাই বলেন, বাংলাদেশের রাজনৈতিক চর্চা ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।
এবি পার্টি : চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক অনন্য ব্যক্তিত্ব। দেশের মুক্তির সংগ্রাম ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ইতিহাসে তিনি এক অবিচ্ছেদ্য অধ্যায়।
শোকবার্তায় তারা বলেন, তার নেতৃত্ব ও অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরসমুজ্জ্বল হয়ে থাকবে। দীর্ঘ কাল ধরে তিনি স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে থেকে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। নেতৃদ্বয় আরো বলেন, ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রকাল থেকে শুরু করে ফ্যাসিবাদী যুগে আধিপত্যবাদের ক্রীতদাসেরা ব্যক্তিগত প্রতিহিংসা থেকে এই মহীয়সী নেত্রীকে কারাবন্দী করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। তাকে ন্যূনতম চিকিৎসা থেকেও বঞ্চিত করা হয়েছে, যা জাতি হিসেবে আমাদের জন্য চরম লজ্জাজনক। দীর্ঘকালের শারীরিক ও মানসিক নির্যাতন এবং অমানবিক জেল-জুলুমের পরিণতিই আজ তার মৃত্যু।
খেলাফত মজলিস : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে খেলাফত মজলিস। এক শোক বিবৃতিতে খেলাফত মজলিস আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের শোক বিবৃতিতে মরহুমার রূহের মাগফিরত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নেতারা আরো বলেন, বেগম খালেদা জিয়া ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। পরিশীলিত রাজনৈতিক ভাষা ও সংযমবোধ তার ব্যাক্তিত্বকে আরো মর্যাদাবান করেছিল। ।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন : তাঁসংগঠনের এক শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের গণতন্ত্রের প্রতীক। দেশ ও জাতির কল্যাণের জন্য তিনি সর্বদা নিজেকে উৎসর্গ করেছেন। তার সরকারের সময় দেশের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বেশ কিছু ইতিবাচক আইন পাশ হয়েছিল যার মধ্যে উল্লেযোগ্য জলাধার সংরক্ষণ আইন, ২০০০, প্লাস্টিক পলিথিন নিষিদ্ধ আইন ২০০২ এবং পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় ফোর স্ট্রোক ইঞ্জিনকে আমলে নিয়ে এর প্রয়োগ ও নীতিগত সম্প্রসারণ হয়েছিল।
ঢাকা আইনজীবী সমিতি: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা আইনজীবী সমিতি। সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই শোক জানানো হয়।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড : বাংলাদেশের প্রথম নারী ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষে চেয়ারম্যান (গ্রেড-১) প্রকৌশলী মো: রেজাউল করিম এ শোক প্রকাশ করেন।
খুলনা প্রেস ক্লাব : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেস ক্লাবের নেতারা। বিবৃতিদাতারা হলেন- প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মো: মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কুরআনখানি ও দোয়া :
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে কুরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়, কেবল কেন্দ্রীয়ভাবে নয়, সারা দেশে দলীয় নেতাকর্মীরা বেগম জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এই দেশপ্রেমিক নেত্রীর আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাছির : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা মৃত্যুতে দলটির ভাইস চেয়ারম্যান সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র মীর মোহাম্মদ নাছির উদ্দিন গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম।
বিনোদন জগতেও শোকের ছায়া : বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকে ছায়া নেমে এসেছে। ঢালিউড মেগাস্টার শাকিব খান ফেসবুকে লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।’
জয়া আহসান ফেসবুকে লেখেন, ‘বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন আর গণতন্ত্রের জন্য মানুষ অপেক্ষা করছে। তার উপস্থিতির মূল্যই ছিল অসামান্য। সামরিক শাসনবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম জিয়া ছিলেন প্রধান একটি চরিত্র, সাহসে ও নেতৃত্বে উজ্জ্বল। তার সাথে দেশের দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটি অধ্যায় শেষ হলো। তার আত্মা চির প্রশান্তি লাভ করুক।’
নগরবাউল জেমস লিখেছেন, ‘শোক ও বিনম্র শ্রদ্ধা, বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন।
অভিনেত্রী পরিমণী লিখেছেন, ‘তিনি চলে গেলেন..! তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এভাবেই থেকে গেলেন এই মানচিত্রে। বেগম খালেদা জিয়া আপনি জিতে গেলেন আসলে...।’
নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, ‘আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। প্রতিপক্ষের হাতে মানবিক মর্যাদা থেকে বঞ্চিত হওয়ার পরও আপনি ছিলেন দৃঢ়তা, সৌন্দর্য ও কখনো হার না মানার প্রতীক। শান্তিতে বিশ্রাম নিন, বেগম খালেদা জিয়া। এই জাতি আপনাকে সব সময় গর্বের সাথে স্মরণ করবে।’
অভিনেত্রী আজমেরী হক বাঁধন গভীর শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ তিনি; তার নেতৃত্ব ও জনসেবা বাংলাদেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখে গেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাত দান করুন।’
বিনোদন জগতের আরো অনেক তারকা বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, চিত্রনায়ক সিয়াম আহমেদ ও চঞ্চল চৌধুরী।
এ ছাড়া সঙ্গীত জগতের ইমরান মাহমুদুল, পড়শী ও মিনার রহমান; নির্মাতা রেদওয়ান রনিসহ শোবিজ অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ সামাজিকমাধ্যমে শোক জানিয়েছেন।
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি : শোকবার্তায় সংগঠনটি জানায়, জনসেবায় তার অদম্য নিবেদন ও গণতন্ত্রের প্রতি অটল প্রতিশ্রুতি দেশের ইতিহাসে এক চিরস্থায়ী ছাপ রেখে গেছে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি অসংখ্য প্রতিবন্ধকতা অতিক্রম করেছেন এবং নেতৃত্বে নারীর পথ সুগম করেছেন। তার সাহস ও ধৈর্য প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে। আইবিসিসিআই বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে এবং তার পরিবার, অনুসারী এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন জানিয়েছে।
আরডিজেএ : রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) সভাপতি বাতেন বিপ্লব এবং সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেন। একই সাথে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ছারছীনার পীর ছাহেবের শোক : বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর আমির বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরিফের পীর ছাহেব আলহাজ হজরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন গভীর শোক ও সমবেদনা জানান।
পীর ছাহেব বলেন-দেশের জন্য যখন মরহুমা খালেদা জিয়ার মতো একজন মান্য, পরীক্ষিত, আপসহীন, ব্যক্তিত্বের প্রয়োজন ছিল; তখনই তিনি দেশবাসীকে শোক সাগরে ভাসিয়ে পরপারে পাড়ি জমালেন।
তিনি মরহুমার জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।



