রয়টার্স
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ুবিরোধী বক্তব্যের পরদিন চীনের নেতৃত্বে কয়েকটি দেশ জলবায়ু পরিবর্তন রোধে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে। জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আয়োজিত জলবায়ুবিষয়ক শীর্ষ সম্মেলনে ভিডিও বার্তায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং জানান, ২০৩৫ সালের মধ্যে চীন গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের মাত্রা সর্বোচ্চ অবস্থার চেয়ে ৭-১০ শতাংশ কমাবে।
তিনি বলেন, আগামী দশকে বায়ু ও সৌর বিদ্যুৎ উৎপাদন ২০২০ সালের তুলনায় ছয়গুণ বাড়ানো হবে, যা অজৈব জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ ছাড়াতে সহায়তা করবে। বিশ্বের সবচেয়ে বড় নিঃসরণকারী দেশ হিসেবে চীনের এই অঙ্গীকারকে ‘সাবধানী পদক্ষেপ’ বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। অনেকে আশা করেছিলেন, চীন অন্তত ৩০ শতাংশ নিঃসরণ কমানোর ঘোষণা দেবে, যা ২০৬০ সালের মধ্যে নেট-জিরো লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ।
শি জিনপিং বলেন, ‘সবুজ ও কম-কার্বন জ্বালানি ব্যবস্থায় রূপান্তর সময়ের দাবি। কিছু দেশ বিপরীত পথে গেলেও আন্তর্জাতিক সম্প্রদায়কে সঠিক পথে থাকতে হবে।’ এর আগে ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে ‘ঠগবাজি’ এবং বিজ্ঞানীদের ‘স্টুপিড’ বলে মন্তব্য করেন। তিনি চীন ও ইউরোপীয় ইউনিয়নের কার্বনমুক্ত জ্বালানি উদ্যোগের সমালোচনা করেন এবং দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রকে প্যারিস চুক্তি থেকে সরিয়ে নেন।