বিসিবির ঘটনাবহুল নির্বাচন আজ

জসিম উদ্দিন রানা
Printed Edition
বিসিবি নির্বাচনকে ঘিরে মিরপুর স্টেডিয়াম এভাবেই ভরে যায় বিভিন্ন প্রার্থীর ব্যানার ও ফেস্টুনে :  নয়া দিগন্ত
বিসিবি নির্বাচনকে ঘিরে মিরপুর স্টেডিয়াম এভাবেই ভরে যায় বিভিন্ন প্রার্থীর ব্যানার ও ফেস্টুনে : নয়া দিগন্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে গতকাল। আজ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে। নির্বাচনের একদিন আগেও হাইকোর্টে রিট হয়েছে। এ ছাড়া ঢাকার বেশিরভাগ ক্লাবই বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। শুধু তাই নয় বিভিন্ন জেলা থেকেও নাম প্রত্যাহার করে নেয়ার ঘটনাও ঘটেছে। মিরপুরের গন্ডি পেরিয়ে নির্বাচন ইস্যু চলে এসেছে মতিঝিলেও। লুৎফুর রহমান বাদল, হাসিবুল আলমরা দুদিন আগে সরে দাঁড়িয়েছেন। গতকাল সরে দাঁড়িয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান।

অনেকের মতে প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। তবে এটিকে পৃথিবীর সেরা নির্বাচন বলে উল্লেখ করলেন গতকালই সাবেক হওয়া বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। গতকাল বিসিবিতে হাজির হয়ে নিজেদের সাফল্য ও ব্যর্থতা নিয়ে কথা বলেছেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তবে কোনো কিছুই নিজের উপর নেননি। বল ঠেলে দিয়েছে বিসিবির কোর্টে। আজ সোনারগাঁও হোটেলে সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোট। সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা। এর পর সন্ধ্যা ৭টা থেকে সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন। রাত ৯ টায় ফলাফল প্রকাশ।

যে ক্যাটাগরিগুলোতে পরিচালক পদে নির্বাচন হবে

ক্যাটাগরি-১ : এই বিভাগে কাউন্সিলর ৭০ জন, ১০ হন হবেন, ইতোমধ্যে ৮ জন হয়ে গেছেন। তারা হলেন, ফুয়াদ উইথড্র করায় ঢাকা বিভাগ থেকে পরিচালক হয়ে গেছেন মো: আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদীন ফাহিম, বরিশাল থেকে শাখাওয়াত হোসেন, সিলেট থেকে রাহাত সামস, চট্টগ্রাম থেকে আসিফ আবরার ও আহসান ইকরার চৌধুরী, খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী খান।

নির্বাচন হবে : রাজশাহী বিভাগ : এক পদ তিন প্রার্থী। রংপুর বিভাগ এক পদ তিন প্রার্থী। ক্যাটাগরি ২ : কাউন্সিলর ৭৬ জন, ১২ জন নির্বাচিত হবেন, প্রার্থী ছিলেন ১৬ জন। এই বিভাগে নির্বাচিত হয়ে যাওয়া প্রার্থীরা হলেন : ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, আদনান রহমান দীপন, ফায়াজুর রহমান, আবুল বাশার, আমজাদ হোসেন, শাহনিয়ান তানিম, মোহাম্মদ মোকছেদুল কামাল, মোহাম্মদ ফয়জুর রহমান ভূঞা, এম নাজমুল ইসলাম, মো: মনজুর আলম, মেহরাব আলম চৌধুরী।

ক্যাটাগরি-৩ : ভোটার ৪৫ জন, হবেন একজন, প্রার্থী দুইজন।

৪৮ ক্লাবের বয়কট

বুলবুল জানালেন, যারা নির্বাচন বয়কট করেছেন সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। যে যে এখানে আসছে না বা বয়কট করেছে, তাদের ব্যক্তিগত ব্যাপার। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে যাচ্ছি। এর বাইরে কোনো কথা বলব না। এই মুহূর্তে ক্লাবের বিকল্প নেই। ক্রিকেটে তাদের অবিশ্বাস্য অবদান আছে। তাদের ভূমিকা, প্রয়োজনীয়তা, অবদান সব কিছুই আমরা তুলে ধরব। চেষ্টা করব তাদের ম্যানেজ করতে। ঘুরেফিরে আমরা তো একই সমাজের মানুষ, হয়তো পারব।

উপদেষ্টার হস্তক্ষেপ

তামিম পন্থীদের পক্ষ থেকে একাধিকবার প্রশ্ন উঠেছে বিসিবি নির্বাচনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রত্যক্ষ হস্তক্ষেপের। তবে ক্রীড়া উপদেষ্টা এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন। উল্টো তামিমদের বিরুদ্ধে নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগ তুলেছেন তিনি। বিসিবি নির্বাচনে বুলবুলকে ক্রীড়া উপদেষ্টা বাড়তি সহযোগিতা করছেন বলেও অভিযোগ আছে।

এমন অভিযোগের জবাবে বুলবুল বলেন, ‘আমার ঠিক মনে নেই, কবে আমি বলেছি ক্রীড়া উপদেষ্টা আমাকে অনুরোধ করেছেন বা ক্রীড়া উপদেষ্টা সহযোগিতা করেছেন। একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ করছিলাম। এখানে তাকে আমি ধন্যবাদ দিতে চাই আরেকটা কারণে। তিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ। আমি জানি তিনি রাজশাহীতে গিয়েছেন। শুধু সুষ্ঠু নির্বাচন না, চেষ্টা করেছেন যেন ভালো বোর্ড তৈরি করতে পারি। এখানে আমার কাছে প্রভাবের কিছুই মনে হয়নি।’

ক্রিকেটের স্বার্থেই নির্বাচন

বুলবুল আবারও জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটের স্বার্থেই তিনি বিসিবি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘আমার মনে হয়েছে যে, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে আমাকে চালিয়ে যেতে হবে। যারা আমাকে ভোট দিচ্ছেন বা দেবেন না, কিংবা আপনারা যারা আছেন, যদি মনে করেন যে আমি যথেষ্ট যোগ্য নই, তবে আমি যে কোনো সময় সরে যেতে প্রস্তুত। তবে একই সঙ্গে আমার একটাই লক্ষ্য- বাংলাদেশ ক্রিকেট।’

পৃথিবীর সেরা নির্বাচন

সবশেষ কয়েক দিন ধরে ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্বাচন। বুলবুলের আক্ষেপ বাংলাদেশের এমন ফলাফল আড়ালে পড়ে সংবাদমাধ্যমগুলোর প্রধান সংবাদ হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। বিসিবি সভাপতি জানালেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন।

যেদিন বাংলাদেশ দুটো ম্যাচ, ছেলেদের ম্যাচও জিতেছে, টি-২০ আফগানিস্তানের সাথে, মেয়েদের দলও বিশ্বকাপে জিতেছে। কিন্তু মেইন নিউজ হয়েছে নির্বাচনকে ঘিরে।’

কী করেছেন

বিগত চার মাসে তার বোর্ডের অর্জন তুলে ধরে বুলবুল বলেন, জাতীয় দলের টানা চারটি টি-২০ সিরিজ জয়ের পাশাপাশি তৃণমূল পর্যায়ে কাজ করাটাই ছিল বড় সাফল্য। চট্টগ্রামের ১১টি জেলা এবং রাজশাহীতে আঞ্চলিক টুর্নামেন্ট করেছি। ৬৪ জেলার অর্ধেক কোচকে আপগ্রেড করা হয়েছে, যা দেশের ইতিহাসে প্রথম। সাইমন টাফেলের মতো আম্পায়ার প্রশিক্ষক এবং টনি হেমিংসের মতো গ্রাউন্ডস বিশেষজ্ঞকে আনা হয়েছে। শুধুমাত্র ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকতে চাই না। জেলার কাউন্সিলরদের আমরা ‘জেলা প্রেসিডেন্ট’ হিসেবে দেখতে চাই। তাদের মাধ্যমে উপজেলা পর্যন্ত ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই।

এখানে অনেক নো বল হয়েছে

খেলোয়াড়ি জীবনে যেভাবে বড় বড় বোলারের মুখোমুখি হয়েছেন, ঠিক তেমনি সভাপতির দায়িত্বও ছিল বড় এক পরীক্ষা। সেই অভিজ্ঞতা নিয়ে বুলবুলের মন্তব্য, ‘মাঠে তো একটা টেকনিক থাকে। আপনি একটার বেশি বাউন্সার দিতে পারবেন না, নো বল করতে পারবেন না। এখানে অনেক নো বল হয়ে গেছে। কিছু বিমার এসেছে নো বল ধরা হয়নি।’

সাপলুডু খেলায় ১৫ ভোটার

২০ জন প্রার্থীর সরে দাঁড়ানো আর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের কারণে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তৈরি হয়েছিল অনিশ্চয়তা। গতকাল আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ফারাহ মাহবুব সেই অনিশ্চয়তার অবসান ঘটিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ ক্লাবের ভোটাধিকার বহাল থাকছে এবং সব মামলা হাইকোর্ট বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে। তাদের ভোটাধিকারে কোনো বাধা নেই।