চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) এডামস ক্যাপ নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে ইপিজেডের ৫ নম্বর সড়কের ওই কারখানায় আগুনের ঘটনা ঘটে। কারখানাটিতে মাথার ক্যাপ ও হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো।
চট্টগ্রাম ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক আশেক মো: শাহাদাত হোসাইন নয়া দিগন্তকে জানিয়েছেন, অগ্নিকাণ্ড শুরুর পর পরই ইপিজেড ফায়ার স্টেশনের পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নিনির্বাপক দল এবং বন্দর এলাকার ফায়ার ব্রিগেডের সবগুলো ইউনিট আগুন নেভাতে এগিয়ে আসে। তিনি জানান, বিদেশী এই কোম্পানিতে হাজার খানেক ওয়ার্কার কাজ করেন। তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া গেছে জানিয়ে বেলা সাড়ে ৫টায় তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে না এলেও কোনো হিউম্যান ক্যাজুয়ালটি নেই।
তিনি আরো জানান, যেখানে আগুনের সূত্রপাত সে জায়গাটি মূলত গুদাম হিসেবে ব্যবহৃত হয়। ফায়ার সার্ভিস কর্মী ও কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভবন পরীক্ষা করছে। এখন কেউ ভেতরে নেই।
আগুন লাগার পর যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অ্যাডামস ক্যাপের কাছের আরেকটি পোশাক কারখানা ছুটি দিয়ে দেয়া হয়েছে বলেও তিনি জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বহুতল কারখানার ওপরের তলায় আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। কারখানাটিতে কত শ্রমিক ছিলেন, কেউ আটকা পড়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
সরেজমিন দেখা যায়, ধোঁয়ার কুণ্ডলিতে আশপাশে ছেয়ে গেছে। স্থানীয়রা ভিড় জমালেও কাছে যেতে পারছেন না। আগুনের ধোঁয়ার সাথে তুলাসহ বিভিন্ন উপাদান উড়ে বাইরে এসে ঝুঁকি সৃষ্টি করছে। যেকোনো সময় আগুন অন্য কোনো ভবনে ছড়িয়ে পড়তে পারে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, আগুন লাগার সাথে সাথে সবাই দ্রুত ভবন ত্যাগ করেছেন। অনেকে বিভিন্ন কক্ষে আশ্রয় নিলেও ভীত অবস্থায় ছিল। আমরা সে ধরনের ২৫ জনকে উদ্ধার করেছি।



