মসলাখাতে সহযোগিতা বাড়াতে ভারত ও আফগানিস্তান আলোচনা

Printed Edition

এনডিটিভি

ভারত সফরে থাকা আফগানিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী আল-হাজ নূরউদ্দিন আজিজি দিল্লিতে ভারতের স্পাইসেস বোর্ডের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। পাঁচ দিনের এ সফরে দুই পক্ষ মসলা খাতে সহযোগিতা বাড়ানো, রফতানি বৃদ্ধি এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করে।

শনিবার সন্ধ্যায় এক্স-এ দেয়া বিবৃতিতে আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানায়, ভারতীয় পক্ষ আফগানিস্তানে মসলা উৎপাদন কারখানা স্থাপনসহ সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে। বৈঠকে ওষুধ আমদানি, মসলার মানোন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং দুই দেশের মধ্যে ওষুধ বাণিজ্যে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়।

বিবৃতিতে বলা হয়, এই বৈঠকে ভারতীয় পক্ষ সহযোগিতা সম্প্রসারণ, যৌথ বিনিয়োগ ও আফগানিস্তানে মসলা উৎপাদন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করে। মন্ত্রণালয় আরো জানায়, বিশ্বস্ত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো আফগানিস্তানে কাজ করতে চাইলে সরকার তাদের সব ধরনের সহযোগিতা দেবে বলে আশ্বস্ত করেন মন্ত্রী আজিজি। মন্ত্রী আজিজি এক্স-এ আরো লিখেছেন, আফগান মসলা খাতের প্রতিনিধিরা ভারতের উন্নত ও স্বনামধন্য কারখানা পরিদর্শন করবেন।