বাংলাদেশ কওমি ছাত্রপরিষদ

১ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

Printed Edition
হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার দিচ্ছেন অতিথিরা : নয়া দিগন্ত
হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীকে পুরস্কার দিচ্ছেন অতিথিরা : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ কওমি ছাত্রপরিষদের উদ্যোগে প্রথম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার-২০২৫ পুরস্কার প্রদান করা হয়েছে। গতকাল রাজধানীর এক মিলনায়তনে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক মাওলানা আব্দুর রহিম ও সদস্যসচিব হাফেজ হেলাল উদ্দীনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা আবু তাহের জিহাদি। বিশেষ অতিথি ছিলেন জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া (বড় মাদরাসা) যাত্রাবাড়ীর আরবি ভাষা ও সাহিত্যের বিভাগীয় প্রধান শায়খ আবু নোমান মাদানি, বাংলাদেশ কওমি ছাত্রপরিষদের সাবেক কেন্দ্রীয় আহ্বায়ক মুফতি মিঞা মু: উমর কাজী ও মুফতি আ স ম আল আমিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মোকাররম হোসেন শামিম, মো: জাফর উল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা আবু তাহের জিহাদি বলেন, আমি সত্যিই অভিভূত হিফজুল কুরআনের এ রকম একটি সুন্দর উদ্যোগ বাংলাদেশ কওমি ছাত্রপরিষদ গ্রহণ করেছেন এবং আমাদের ছাত্ররা অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে এসেছেন। এ সময় তিনি ইলম অর্জনের গুরুত্ব বর্ণনা করে বলেন, আমরা রাসূল সা: থেকে ওয়ারিস সূত্রে ইলম পেয়েছি, আজকে যারা কুরআন শিক্ষা গ্রহণ করছে তারাই রাসূল সা: এর প্রকৃত উত্তরাধিকারী। তিনি বলেন, ইলমই একমাত্র সম্পদ, যা মানুষের মৃত্যুর পরেও তার সাথে থাকে, তার কবরকে আলোকিত করে এবং আখেরাতে উপকারে আসে। পাশাপাশি, বাংলাদেশ কওমি ছাত্রপরিষদের সব কার্যক্রমের উত্তরোত্তর সমৃদ্ধি ও দায়িত্বশীলদের পরিশ্রম কবুলের জন্য আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন। হিফজুল কুরআনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে এ ধরনের আয়োজন আরো বেশি করা দরকার। তিনি ব্যক্তি জীবনের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রে রাসূল সা: এর সুন্নাহ পালন করার উদাত্ত আহ্বান জানান এবং হিফজুল কুরআন প্রতিযোগিতা আয়োজন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন, মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি। আমরা হাত বাঁধা নিয়ে মতানৈক্য করছি অথচ ইসলামবিরোধীরা আমাদের হাত দু’টোই কেটে দিচ্ছেন। তিনি বর্তমান সময়ে সব বিভেদ ভুলে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

জানা যায়, সারা দেশে বিভাগীয় পর্যায়ে বাছাই প্রক্রিয়া শেষে গতকাল শুক্রবার প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইপর্ব ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই গ্রুপের প্রথম তিনজন করে ছয়জনসহ মোট আট বিভাগের ২৮ জনকে পুরষ্কৃত করা হয়। ক গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেন ঢাকা বিভাগের প্রতিযোগী মু: মুসলিম, দ্বিতীয় স্থান অধিকার করেন রংপুর বিভাগের প্রতিযোগী আদনান সামী ও তৃতীয় স্থান অধিকার করেন ঢাকা বিভাগের মো: আব্দুল্লাহ। খ গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করেন চট্টগ্রাম বিভাগের প্রতিযোগী আব্দুল্লাহ সালমান, দ্বিতীয় স্থান অধিকার করেন সিলেট বিভাগের প্রতিযোগী রায়হান আহমদ ও তৃতীয় স্থান অধিকার করেন ঢাকা বিভাগের নাজিব আহমেদ। অনুষ্ঠান শেষে প্রথম স্থান, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদেরকে যথাক্রমে নগদ ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার, চতুর্থ থেকে ১০ম স্থান অর্জনকারীকে তিন হাজার এবং ১১ম স্থান থেকে ১৫তম স্থান অর্জনকারী প্রত্যেককে নগদ দুই হাজার টাকা পুরষ্কার প্রদান করা হয়।