বিনোদন প্রতিবেদক
সানিয়া সুলতানা লিজা, ময়মনসিংহের সন্তান। ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্লাটফর্মের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে পেশাগতভাবে বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে তার সঠিক পদচারণা শুরু হয়। সিনেমায় প্লেব্যাকের সুযোগ লিজার কম মিললেও নিজের আধুনিক গান, ব্যক্তিত্ব, নিজস্ব স্টাইলে তার প্রজন্মে তিনি নিজেকে স্বতন্ত্র পরিচিত একজন শিল্পীতে পরিণত করেছেন। মিষ্টি কণ্ঠের অধিকারী লিজার গত বছর আলোচিত গানের মধ্যে দু’টি গান বেশ আলোচনায় আসে। একটি ‘ও প্রিয় ভালোবাসা নিও’ এবং ‘কোনো কথা নেই’। দু’টি গানই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কিশোর দাসের সাথে দ্বৈতে। ‘ও প্রিয় ভালোবাসা নিও’ গানটি শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে। গত বছরের শেষ প্রান্তে বিজয় দিবস উপলক্ষে ‘লিজা’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তারই উদ্যোগে ‘আমরা সবাই বাংলাদেশ’ শিরোনামের বিজয় দিবসের গান। গানটি লেখা কবির বকুলের, সুর সঙ্গীত ইমন সাহার। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শঙ্কর। এবারের বিজয় দিবস উপলক্ষে প্রকাশিত কয়েকটি গানের মধ্যে লিজার গানটিই এসেছে সবচেয়ে বেশি আলোচনায়। এর কারণ গানের কথা, গানের সুর, লিজাসহ অন্যান্য শিল্পীর পরিবেশনা এবং সর্বোপরি একটি নান্দনিক মিউজিক ভিডিও। সব মিলিয়েই মূলত শ্রোতা দর্শকের মধ্যে গত বছরের শেষপ্রান্তে শ্রোতা দর্শকের জন্য এই উপহার ছিল ভীষণ ভালোলাগার। দেশের প্রতি অপরিসীম ভালোবাসাই লিজাকে এই গানটি করতে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে। এদিকে নতুন বছরের শুরুতেই রাষ্ট্রীয় শোকের পরপরই ঢাকার মধ্যে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে লিজা তার ২০২৬-এর সূচনা করেছেন। জানুয়ারি মাসজুড়েই আরো বেশ কয়েকটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন তিনি, এমনটিই জানালেন। লিজা বলেন, ‘২০২৫ সালটা বেশ ভালোভাবেই কেটেছে। যদিও বা বছরজুড়ে স্টেজ শো অন্যান্য বছরের তুলনায় অনেক কম ছিল, তারপরও বেশ ভালোভাবেই কেটেছে। আশা করছি, ২০২৬ সালটা বেশ ভালোভাবে কাটবে। আমার বেশ কিছু নতুন মৌলিক গান আসবে। সেগুলো নিয়েও আমি কাজ করছি। মৌলিক গান প্রকাশের ধারাবাহিকতাটা বজায় থাকবে ২০২৬-এ।



