রোমাঞ্চকর জয়ে কোয়ালিফায়ারে রংপুর

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ম্যাচ জিততে শেষ ওভারে রংপুর বিভাগের প্রয়োজন ছিল ৮ রানের। ব্যাটিংয়ে ২৫ বলে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত আকবর আলী। সঙ্গী আবু হাশিম। ম্যাচ জিততে শেষ ওভারে পেসার রিপন মণ্ডলের উপর ভরসা রাখেন ঢাকা বিভাগের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন। ডানহাতি পেসারের প্রথম বলেই ফাইন লেগ দিয়ে চার মারেন আকবর। পরের বলেই কভারে আরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। আকবর ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে ফেরার পর শেষ উইকেট রংপুরের প্রয়োজন ছিল ৪ বলে ৪ রান।

তৃতীয় বলে সিঙ্গেল নেন রংপুরের পেসার আব্দুল গাফফার সাকলাইন। পরের বলে সিঙ্গেল নিয়েছেন হাশিমও। শেষ দুই বলে যখন ২ রান প্রয়োজন এমন সময় লং অফের উপর দিয়ে চার মেরে রংপুরের এক উইকেটের জয় এনে দেন আব্দুল গাফফার। ঢাকা বিভাগের ১২৩ রানের জবাবে এক বল বাকি থাকতে শ্বাসরুদ্ধকর জয় পায় রংপুর। সিলেটে লো স্কোরিং থ্রিলার জিতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-২০ কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছেন আকবর বাহিনী।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্য তাড়ায় ভালো শুরুর আভাস দেন আব্দুল্লাহ আল মামুন ও অনিক সরকার। তাদের দু’জনের ২৫ রানের উদ্বোধনী জুটি ভাঙে ইনিংসের চতুর্থ ওভারে। নাজমুল ইসলাম অপুর বলে শুভাগত হোমের হাতে ক্যাচ দিয়েছেন ৯ রান করা মামুন। পরের ওভারে স্পিনার মাহফুজুর রহমান রাব্বির বলে মোসাদ্দেক হোসেনকে ক্যাচ দেন ১৬ রান করা অনীক। পাওয়ার প্লে শেষ হতেই ফিরেছেন জাহিদ জাভেদ। একটু পর আউট হয়েছেন ইকবাল হোসেন ইমনও। ঢাকা বিভাগের বোলারদের চাপে ব্যাটিং বিপর্যয়ে পড়ে রংপুর। নাসির হোসেন ও নাইম ইসলামের বিদায়ে আরও চাপ বাড়ে। ৫২ রানে ৬ উইকেট হারানোর পর জুটি গড়ে তোলেন নাসুম আহমেদ ও আকবর। তাদের দুজনের ব্যাটেই ধাক্কা সামাল দেয় রংপুর। তাদের দুজনের জুটি ভাঙে ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলা নাসুমের বিদায়ে। একপ্রান্ত আগলে রেখে ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে রংপুরকে জেতান আকবর। ম্যাচসেরাও তিনি। ঢাকার হয়ে মাহফুজুর তিনটি, দুটি করে উইকেট নেন নাজমুল অপু, রিপন ও রায়ান রাফসান রহমান।

এর আগে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারয় ঢাকা বিভাগ। আশিকুর রহমান শিবলী, জিসান আলম, আরিফুল কিংবা অঙ্কন, কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতার দিনে ৬ ছক্কা ও ২ চারে ৩৬ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেছেন মোসাদ্দেক। ডানহাতি ব্যাটারের এমন ইনিংসেই শেষ পর্যন্ত ১২৩ রানের পুঁজি পায় ঢাকা। রংপুরের হয়ে দুইটি করে উইকেট পেয়েছেন নাসুম, হাশিম, নাসির ও আলাউদ্দিন।