হাফিজুর রহমান ধনবাড়ী (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের দণি দরিচন্দ বাড়ি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস করে তালা কেটে আলমিরার তালা ভেঙে প্রজেক্টর ও সাউন্ড বক্স চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার বিদ্যালয়ের প্রধান শিক বাদি হয়ে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক ফিরোজ মিয়া জানান, অফিসক থেকে প্রজেক্টর ও সাউন্ড বক্স চুরি হয়েছে। এ সময় আলমিরার বিভিন্ন ড্রয়ারের ভিতরে থাকা ফাইল ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো করে। ফলে শিশু শিার্থীদের পাঠদানে কিছুটা বিঘœ ঘটছে। এ ঘটনায় বিদ্যালয়ের শিশু শিার্থীসহ শিকরা আতঙ্কে রয়েছেন। এ ছাড়া বিদ্যালয় মাঠে রাতে মাঝে মধ্যে মাদকাসক্তরা আড্ডা দেয় বলে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি।
বিদ্যালয়ের সহকারী শিক লাকী ও আছমা আক্তার জানান, প্রজেক্টর ও সাউন্ড বক্স দিয়ে যে বিষয়ে পাঠদান করানো হতো সেই সরঞ্জাম চুরি হওয়ায় সে বিষয়ে কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। স্থানীয়রা জানান বিদ্যালয়ে চুরির ঘটনা খুবই দুঃখজনক। প্রশাসনের কাছে এ ঘটনার দ্রুত বিচার দাবি করছি। উপজেলা প্রাথমিক শিা অফিসার মোস্তফা কামাল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ বলেন, চোরচক্রকে গ্রেফতারে পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। থানার ওসি এস এম শহিদুল্লাহ জানান, চুরির ঘটনায় চোরচক্রকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে।