উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময়

Printed Edition

তুরাগ সংবাদদাতা

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মো: মোস্তফা জামান, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব, প্রধান উপদেষ্টা উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি। তিনি বলেন, সেক্টরের অভ্যন্তরে আইনশৃঙ্খলা বিরোধী কাজ যাতে না ঘটে সে ব্যাপারে আমাদের সোসাইটি সর্বাত্মকভাবে কাজ করবে। সেক্টরের অভ্যন্তরে অবৈধ দোকানপাট এবং অবৈধ স্থাপনা আইনপ্রয়োগকারী

সংস্থার সহায়তায় উচ্ছেদ করা হবে। এ ছাড়া চুরি, ছিনতাইসহ সব ধরনের সমাজবিরোধী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিবেন বলে তিনি ঘোষণা করেন। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. আমিরুল ইসলাম পিএইচডি এবং চেয়ারম্যান এনএসএনসি। তিনি বলেন, জনগণই সব ক্ষমতার মালিক। তাই তাদের কাছে যেতে হবে, তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে। মাস্তানি, সন্ত্রাসী বা চাঁদাবাজি দ্বারা ক্ষমতা গ্রহণ করার দিন শেষ হয়েছে।

অনুষ্ঠান পরিচালনা করেন ওয়েলফেয়ার সোসাইটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া। সভার সভাপতি আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।