কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা শাহিনা আক্তার ও কুলাউড়া থানার ওসি ওমর ফারুক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, ভূকশিমইল ইউনিয়ন চেয়ারম্যান আজিজুর রহমান মনির, মৎস্য কর্মকর্তা জসীম উদ্দিন, উপজেলা প্রকৌশলী এলজিডি প্রিতম শিকদার জয়, সাংবাদিক শাকিল রশীদ চৌধুরী, প্রেসকাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, সহসভাপতি ময়নুল হক পবন প্রমুখ।



