রাজপথে মৃত্যুর হানা

গোপালগঞ্জে একই পরিবারের ৩ জনসহ নিহত ৬

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে একই পরিবারের তিনজনসহ নিহত হয়েছেন ছয়জন। এ ছাড়া হবিগঞ্জে এক যুবক ও বাগেরহাটে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে এক দিনে পৃথক তিনটি দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও মেয়েসহ ছয়জন নিহত হয়েছে। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ইজি বাইকের চার যাত্রী, সদর উপজেলায় বাসচাপায় পথচারী এবং মুকসুদপুর উপজেলার প্রাইভেট কার ও ভ্যানের মধ্যে সংঘর্ষে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে ও বিকেলে এসব দুর্ঘটনার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজি বাইকের সংঘর্ষ হয়। এতে ইজি বাইকের যাত্রী মাদারীপুরের কালকিনি উপজেলার পাইককান্দি গ্রামের মোতালেব মোল্যা (৭০) ঘনটাস্থলে নিহত হন। আহত হয় পাঁচজন। গুরুতর আহত অবস্থায় মোতালেবের স্ত্রী দেলোয়ারা বেগমকে (৬০) কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষু অবস্থায় মোতালেব দেলোয়ারা দম্পতির মেয়ে রুমা বেগম (৩৫) ও নাতনী নুসরাত (৭) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে ওবায়েদুল শেখকে (৪৮) গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক রুমা ও ওবায়েদুলকে মৃত ঘোষণা করেন। রুমার মেয়ে নুসরাত ও ইজি বাইক চালককে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

অপর দিকে বেলা সাড়ে ৩টার দিকে সদর উপজেলার ডুমদিয়ার এলাকায় টিটো গাজী (৫৫) নামে এক ব্যক্তি মহড়সক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। টিটো ওই গ্রামের মন্টু গাজীর ছেলে। এর আগে একই সড়কে মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় প্রাইভেট কার ও ব্যাটারিচালিত একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক খোকন শেখ (৬২) গুরুতর আহত হয়। তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। খোকন কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামের গেদু শেখের ছেলে।

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নারায়ণপুর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শচিন দাস পাইনকা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শচিন দাস পাইনকা মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা কুরমা চা বাগানের বাসিন্দা বালক দাস পাইনকার ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা জানান, শরণখোলায় তাফালবাড়ী- সোনাতলা সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় শাহজাহান হাওলাদার (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক শাকিল হাওলাদারও গুরুতর আহত হন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের বড়ইতলা মসজিদের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান হাওলাদার নিজরে জমিতে সার ও কীটনাশক দিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে সড়কে ওঠেন। এমন সময় শাকিল বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি যাওয়ার সময় বৃদ্ধের সাথে ধাক্কা লাগলে তারা দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে খুলনা মেডিক্যালে নেয়ার পথেই মারা যান শাহজাহান।