সপ্তাহের ব্যবধানে পুঁজিবাজারের লেনদেন ব্যাপকহারে হ্রাস পেয়েছে। ফেলে আসা সপ্তাহটিতে (২ মার্চ-৬ মার্চ) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮১৩ কোটি ৫০ লাখ টাকা, যা আগের সপ্তাহ অপেক্ষা ২৮ দশমিক ৭৯ শতাংশ কম। আগের সপ্তাহে ডিএসইর মোট লেনদেন ছিল ৩ হাজার ৫৬ কোটি টাকা।
সাম্প্রতিক সময়ে পুুঁজিবাজারে এমনিতেই তারল্য সঙ্কট ও আস্থাহীনতার কারণে পতনের ধারা চলছে। তার ওপর সপ্তাহের শেষদিকে এসে নিয়ন্ত্রক সংস্থায় সৃষ্ট অচলাবস্থা পুঁজিবাজারগুলোর জন্য নতুন করে আরো বড় ধরনের হুমকি তৈরি করেছে। কমিশনের সঙ্গে বিএসইসি কর্মকর্তা কর্মচারীদের এ বিরোধ সম্মানজনক নিষ্পত্তি না হলে সামনের দিনগুলোতে বাজার পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে, এমনটিই মনে করেন বাজার সংশ্লিষ্টরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে সবগুলো সূচকেরই কমবেশি অবনতি ঘটে। ডিএসইর প্রধান সূচকটি এ সময় ৪৩ দশমিক ৩৪ পয়েন্ট হারায়। ৫ হাজার ২৪৭ দশমিক ৩০ পয়েন্ট থেকে সপ্তাহ শুরু করা সূচকটি সপ্তাহান্তে নেমে আসে ৫ হাজার ২০৩ দশমিক ৯৬ পয়েন্টে। বাজারটির অন্য দুই সূচক ডিএসই-৩০ ও সিএসই শরিয়াহ সূচক হারায় যথাক্রমে ১৫ দশমিক ৮৭ ও ৬ দশমিক ১১ পয়েন্ট। সূচকের এ পতনে প্রভাব পড়ে ডিএসইর বাজার মূল ধনেও। গত রোববার যে বাজারটির মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ টাকা, বৃহস্পতিবার দিনশেষে তা ৬ লাখ ৮২ হাজার ১৪৭ কোটি ৫৪ লাখ টাকায় পৌঁছে যা আগের সপ্তাহ অপেক্ষা ১ দশমিক ৯১ শতাংশ কম।
গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৮৬টির দাম বাড়লেও কমেছে ২৮৯টির দর। দর অপরিবর্তিত ছিল ২০টির। এ ছাড়া ট্রেডিংয়ের বাইরে ছিল ১৮টি কোস্পানি। বিদেয়ী সপ্তাহে (২ মার্চ থেকে ৬ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৯৫ কোম্পানির মাঝে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ২১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ৯২ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্রাইম ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানটির প্রতিদিন গড়ে ৮ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা ছিল ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ৩০ শতাংশ। সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা সান লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ৭ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে, যা ডিএসইর মোট লেনদেনের ২ দশমিক ১২শতাংশ।
এ ছাড়া সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো শাইনপুকুর সিরামিকস, আল-হাজ টেক্সটাইল, লাভেলো আইস ক্রিম, রবি আজিয়াটা, কেডিএস অ্যাক্সেসরিজ, ফু ওয়াং ফুডস এবং আইএফআইসি ব্যাংক।
বিদায়ী সপ্তাহে (২ মার্চ থেকে ৬ মার্চ) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরবৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
সূত্র মতে, সমাপ্ত সপ্তাহে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর আগের সপ্তাহের তুলনায় ৬ টাকা ৯০ পয়সা বা ১৭ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ডেসকো লিমিটেডের শেয়ারদর বেড়েছে ৩ টাকা ৯০ পয়সা বা ১৭ দশমিক ২৬ শতাংশ। আর ১৫ দশমিক ৭৪ শতাংশ শেয়ারদর বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান করেছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড। সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস রেন্ডার্স, ইস্টার্ন ক্যাবলস, ন্যাশনাল টি কোম্পানি, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড, জিমিনি সি ফুড এবং বিচ হ্যাচারি।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৮৩ শতাংশ। শেয়ারের মূল্য কমেছে ৩ টাকা ৫০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৫ টাকা ৪০ পয়সা। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা তোসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারদর কমেছে ১৩ দশমিক ১৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৩ টাকা ৩০ পয়সা।
আগের সপ্তাহে দরপতনের শীর্ষে উঠে আসো দুই কোম্পানির টানা মূল্যবৃদ্ধি ঘটে। ওই সময় কোম্পানি দু’টির যথাক্রমে ২৭ ও ২৩ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটতে দেখা যায়। সঙ্গত কারণেই গত সপ্তাহে এ দু’টি কোম্পানি উল্লেখযোগ্য হারে পতনের শিকার হয়।
পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিকস, মিডল্যান্ড ব্যাংক, রিজেন্ট টেক্সটাইলস, জুট স্পিনার্স, নিউ লাইন ক্লদিং, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান এবং ইয়াকিন পলিমার।