কানে বাংলাদেশের গর্ব ‘আলী’, লিখলেন শাকিব খান

বিনোদন প্রতিবেদক
Printed Edition
কানে বাংলাদেশের গর্ব ‘আলী’, লিখলেন শাকিব খান
কানে বাংলাদেশের গর্ব ‘আলী’, লিখলেন শাকিব খান

বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ ৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘স্পেশাল মেনশন’ (বিশেষ উল্লেখযোগ্য ছবি) হিসেবে স্বীকৃতি পেয়েছে। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিটের এই সিনেমাটি শুটিং করা হয় ২০২৩ সালের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে টানা পাঁচ দিন ধরে। ‘আলী’ হচ্ছে ‘ক্যাটালগ’ নামক নতুন একটি প্রতিষ্ঠানের প্রথম প্রযোজনা, যা গঠন করেছেন আদনান, তানভীর এবং ফিলিপাইনের দুই নির্মাতা। সিনেমাটির গল্প উপকূলীয় একটি শহরকে ঘিরে, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেই পরিবেশে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে শহরে যেতে চায়, তবে গান গাওয়া নিয়ে রয়েছে এক রহস্য। মূল চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। সিনেমাটি কানে প্রদর্শিত হয় শুক্রবার, আর শনিবার সমাপনী দিনে ঘোষণা আসে বিশেষ স্বীকৃতির।

এই অর্জনকে ‘বাংলাদেশের জন্য ঐতিহাসিক মূহূর্ত’ হিসেবে আখ্যা দিয়ে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন শাকিব খান। তিনি একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। শাবাশ! আদনান ও টিম ‘আলী’। উত্তরে আদনান মন্তব্য করেন, ‘ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।’ নিজের প্রতিক্রিয়ায় আদনান লেখেন, ‘এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব।’ কান উৎসবে সিনেমা প্রদর্শনের অনুভূতি জানতে চাইলে আদনান বলেছিলেন, ‘গায়ে কাঁটা দিচ্ছে।’ তিনি জানান, দেশ-বিদেশের দর্শক ও সমালোচকদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান। তার ভাষায়, ‘আমি বরাবরই বিশ্বাস করি, যখন আপনি সত্যিকারের কিছু বলেন, সবাই সেটা অনুভব করতে পারে, সে যে-ই হোক না কেন। আমি মুখোমুখি হব একজন নির্মাতা হিসেবে, নিজের গল্প নিয়ে, নিজের ভাষা নিয়ে। ভয় নেই; কারণ, আমি জানি, এটা আমার সত্য।’ আদনান জানান, সিনেমাটি মূলত উৎসবের কথা মাথায় রেখেই বানানো হলেও কান উৎসব পর্যন্ত পৌঁছাবে, তা ভাবেননি।