ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : শামা ওবায়েদ

Printed Edition
নগরকান্দায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন শামা ওবায়েদ : নয়া দিগন্ত
নগরকান্দায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন শামা ওবায়েদ : নয়া দিগন্ত

নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দা পৌর বিএনপি ও অঙ্গসংগঠনকে সংগঠিত করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

গত শনিবার দুপুরে পৌর বিএনপির সাবেক সহসভাপতি ছানোয়ার মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, ‘বিএনপি জনগণের দল। বিজয় অর্জন করতে পারলে নগরকান্দা ও সালথা উপজেলায় কলকারখানা স্থাপন করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

শামা ওবায়েদ বলেন, ‘এখন সময় সংগঠনকে সুসংগঠিত করার। সবাইকে মাঠে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে। দলীয় ঐক্যই আমাদের বড় শক্তি।’

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সহসভাপতি মাহাবুব আলী মিয়া ও আলিমুজ্জামান সেলু, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস মাতুব্বর, আলমগীর হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরো গতিশীল করার আহ্বান জানান।