বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের নাট্যাঙ্গনের নন্দিত জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। দীপা খন্দকারের সময়কালের সব অভিনয়শিল্পীর মধ্যে তিনিই একমাত্র বিরতিহীনভাবে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। দীর্ঘদিন নাটকে অভিনয় করে যেমন একজন গুণী অভিনেত্রী হিসেবে দর্শকের ভালোবাসা পেয়েছেন, ঠিক তেমনি কয়েক বছর আগে সিনেমাতে অভিনয় করেও তিনি দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এরই মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি খণ্ডনাটকে অভিনয় করেও বেশ আলোচনায় এসেছেন তিনি, সেসব নাটকে ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে অভিনয়ে বেশ প্রশংসা কুঁড়িয়েছেন। দীপা তার দীর্ঘদিনের অভিনয়ের পথচলায় নিজেকে একজন জাত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এরই মধ্যে কিছু দিন আগে ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে প্রচার শুরু হওয়া গুণী নাট্যনির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘এটা আমাদেরই গল্প’ নাটকে ফাতেমা চরিত্রে নিখুঁত অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। নাটকে তিনি দর্শকপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও খায়রুল বাসারের ফুফুর চরিত্রে অভিনয় করছেন। এরই মধ্যে দীপার স্বামী রফিকের (ইন্তেখাব দিনার) ফিরে আসাকে ঘিরে গল্প বেশ জমে উঠেছে। নাটকে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মনিরা মিঠু, নাদের চৌধুরী, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামালসহ আরো অনেকে। এরই মধ্যে নাটকটির ১৮তম পর্ব প্রচারিত হয়েছে। নাটকটিতে একজন ডিভোর্সি নারী ও একজন মা চরিত্রে দীপার সাবলীল অভিনয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দীপা খন্দকার বলেন, ‘এটি আমাদেরই গল্প দর্শকের কাছে অল্প সময়ে প্রিয় হয়ে উঠেছে। আমার অভিনীত চরিত্রটিও যে দর্শকের মধ্যে সাড়া ফেলেছে তা ফেসবুকসহ নানান মাধ্যমে দর্শকের প্রতিক্রিয়া দেখে বুঝতে পারি। গত বছরেও বেশ কয়েকটি খণ্ডনাটকে অভিনয় করে দর্শকের কাছ থেকে ভীষণ সাড়া পেয়েছি। এটি আমাদেরই গল্প যেহেতু ধারাবাহিক নাটক, তাই প্রতিনিয়ত দর্শকের ভীষণ কৌতূহল যে রয়েছে এই নাটককে ঘিরে, তা বুঝতে পারছি প্রতিনিয়ত। একটি চমৎকার গল্পের জন্য এবং ভীষণ যতœ নিয়ে নাটকটি নির্মাণের জন্য রাজকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।



