তারুণ্যের উৎসব উপলক্ষে রূপালী ব্যাংকে ‘গ্রাহকসেবা পক্ষ’ সমাপ্ত

Printed Edition

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক গত ১৯ অক্টোবর হতে চলমান ‘গ্রাহক সেবা পক্ষ’ পালন কর্মসূচি গত ২ নভেম্বর তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন ও সালামুন নেছাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়াও সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা প্রধানরা অনলাইনে সংযুক্ত থেকে এই অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি।