অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে রূপালী ব্যাংক গত ১৯ অক্টোবর হতে চলমান ‘গ্রাহক সেবা পক্ষ’ পালন কর্মসূচি গত ২ নভেম্বর তারিখে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর ও মো: হারুনুর রশীদ এবং মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহেদুর রহমান, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মোহাম্মদ সাফায়েত হোসেন ও সালামুন নেছাসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়াও সব বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা প্রধানরা অনলাইনে সংযুক্ত থেকে এই অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি।
 


