চৌদ্দগ্রামে আইনশৃঙ্খলা ঠিক রাখতে বিএনপি ও জামায়াতের সমন্বয় সভা

Printed Edition

চৌদগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে গত কয়েকদিন ধরে পরস্পর বাগি¦তণ্ডার জের ও হামলায় দুই দলের বেশ কয়টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় দলের কয়েকজন আহতও হয়েছে। সহিংসতা বেড়ে যাওয়া ও আইনশৃঙ্খলার অবনতি ঘটায় চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারুক উল ইমাম এবং চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদের উদ্যোগে বিএনপি-জামায়াত নেতাদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু ও উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন দুইটি দলের পক্ষে নেতৃত্ব দেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি জি এম তাহের পলাশী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশীদ মজুমদার, জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌরসভার নায়েবে আমির কাজী মো: ইয়াছিন, জামায়াত নেতা ভিপি জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব আনোয়ার হোসেন ডেভিড, পৌর জামায়াত নেতা আবদুল্লাহ আল মাসুম প্রমুখ।

উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, রাজনৈতিকভাবে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা আর প্রতিযোগিতা থাকবে। তবে শিষ্টাচার বহির্ভূত ও অরাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকা সবার জন্যই কল্যাণকর হবে। বিশেষ করে সোস্যাল মিডিয়ার কিছু ফেইক আইডিতে উসকানিমূলক পোস্ট দিয়ে কেউ কেউ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে হেয় প্রতিপন্ন করে যাচ্ছে। এগুলোর ক্ষেত্রে আমরা সবাই সোচ্চার থাকব। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে নেতাদেরকে উসকানিমূলক বক্তব্য না দেয়ার অনুরোধ জানান তিনি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু বলেন, ‘আমরা আন্তরিক পরিবেশে কথা বলেছি।

চৌদ্দগ্রাম মডেল থানা ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, আশা করি, উভয় দলের নেতাদের দেয়া প্রতিশ্রুতি কর্মীরা রক্ষা করবে।