ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে সেন্ট জোসেফ স্কুলে ‘টেকনোভেশন ২৫’ অনুষ্ঠিত

Printed Edition

রাজধানীর সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো টেকনোভেশন ২০২৫। ইস্টার্ন ব্যাংকের উদ্যোগে স্কুলটির সহায়তায় প্রযুক্তি উদ্ভাবন কেন্দ্রিক এই উৎসবের ল্য ছিল আইটি, রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল সৃজনশীলতায় তরুন শিার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা। উদ্বোধনী অনুষ্ঠানে শিার্থী, শিকসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই পরিচালক এবং মেট্রোনেট বিডির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমাস কবির। বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি বিভাগের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা এবং ইস্টার্ন ব্যাংকের লায়াবিলিটি ও ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শারমিন আতিক যথাক্রমে বিশেষ অতিথি এবং সম্মানীয় অতিথি ছিলেন। অনুষ্ঠানে সেন্ট জোসেফ উচ্চমাধ্যমিক স্কুলের অধ্য ব্রাদার লিও জেমস পেরেইরাও বক্তব্য রাখেন। উৎসবকালে শিার্থীরা হ্যাকাথন, কোডিং চ্যালেঞ্জ, অ্যাপ ও ওয়েব ডেভেলপমেন্ট, রোবটিক্স, এবং ই-স্পোর্টস ও অলিম্পিয়াডে তাদের প্রতিভা প্রদর্শন করেন। অনুষ্ঠান শেষে বিজয়ী শিার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি।