৮৫ বছরে সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী

সাকিবুল হাসান
Printed Edition
৮৫ বছরে সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী
৮৫ বছরে সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী

বাংলা সঙ্গীতের অনন্য সাধক, কালজয়ী কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী আজ ৮৫ বছরে পা রাখলেন। কিন্তু নেই কোনো আয়োজন, নেই আনুষ্ঠানিকতার আড়ম্বর; বরং প্রতিবারের মতো এবারো তিনি দিনটি কাটাচ্ছেন খুব স্বাভাবিকভাবেই, পরিবারের সাথে, পরম তৃপ্তি ও আত্মমগ্নতায়।

‘জন্মদিনে বিশেষ আয়োজন করিনি কোনো দিনই। মানুষের ভালোবাসা, দোয়া- এটিই আমার বড় প্রাপ্তি।’ স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে সৈয়দ আব্দুল হাদী বলছিলেন, যেন এত অর্জনের পরও তিনি এক সাধারণ মানুষ, গান যার ধ্যান-জ্ঞান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অনার্স পড়ার সময়ই চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ আসে তার। ১৯৬০ সালে করিম শাহাবুদ্দিনের সুরে ‘ইয়ে ভি এক কাহানি’ ছবিতে প্রথম প্লেব্যাক করেন। এরপর উর্দু চলচ্চিত্রে গাওয়া কিছু গান দিয়ে শুরু হয় সঙ্গীতজীবনের পথচলা, তবে বাংলা চলচ্চিত্রে গাওয়া শুরু হয় ১৯৬৪ সালে ‘ডাক বাবু’ ছবির মাধ্যমে। সেই ছবিতে মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা, আলী হোসেনের সুরে ‘চাতুরি জানে না মোর বধূয়া’ গানটি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

যুগ পেরিয়ে আজো যিনি শ্রোতার হৃদয়ে অম্লান, তার কণ্ঠে জনপ্রিয় গানগুলোর তালিকা বিশাল। বিশেষ করে সাবিনা ইয়াসমিনের সাথে তার ডুয়েট গানগুলো আজো সমানভাবে হৃদয়ে বাজে। ‘চাঁদনি রাতে’, ‘আছেন আমার মোক্তার’, ‘তুমি যে আমার কবিতা’, ‘গোলাপি এখন ট্রেনে’-এমন অসংখ্য গান বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছে।

গান গেয়েছেন, সুর করেছেন, এমনকি চলচ্চিত্রে গানের কথা পর্যন্ত লিখেছেন। তবে নিজের মতো করে বুঝে নিয়েছেন- সবচেয়ে ভালো তিনি করেন গান গাওয়া। তাই গানেই থেকেছেন নিবেদিতপ্রাণ। প্রয়াত সুবল দাসের অনুপ্রেরণায় একবার সঙ্গীত পরিচালনার কাজ করেছিলেন ‘ফেরারি’ ছবিতে। আবার ‘তানসেন’ নামের ছবিতে লিখেছিলেন একটি গানও, পরে বুঝেছিলেন, গানের ভাষা তার কণ্ঠেই সবচেয়ে বেশি প্রাণ পায়।

সৈয়দ আব্দুল হাদী প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন আমজাদ হোসেন পরিচালিত ‘গোলাপি এখন ট্রেনে’ ছবিতে গান গাওয়ার জন্য। ২০০০ সালে তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদকে ভূষিত হন।

তার হাত ধরেই এনটিভির সঙ্গীতবিষয়ক অনুষ্ঠান ‘কিছু কথা কিছু গান’ এবং বাংলাভিশনের ‘গানে গানে দেশে দেশে’ জনপ্রিয়তা পায়। তবে বর্তমানে তিনি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান ‘স্মৃতিময় গানগুলো’র সাথে যুক্ত আছেন। বলেন, ‘এই অনুষ্ঠানে অংশ নিয়ে ভালো লাগে। অনেকের সাথে দেখা হয়, কথা হয়, স্মৃতিচারণ হয়- গান নিয়ে আবারো ভাবতে পারি।’

৮৫তম জন্মদিন উপলক্ষে আজ সকালেই চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে শিল্পী আলাউদ্দিন, মহারাজা ও শানু গেয়েছেন হাদী সাহেবকে ঘিরে গান। কিন্তু বরাবরের মতোই সৈয়দ আব্দুল হাদী নিজে কোনো আনুষ্ঠানিকতা চাননি; বরং সবার ভালোবাসা আর প্রার্থনাকেই তিনি দেখেন জীবনের বড় অর্জন হিসেবে। ‘মানুষ বাঁচলে বয়স বাড়বে, এটিই স্বাভাবিক। এই বয়সটা কোনো বিশেষ কিছু না। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। শুধু চাই কিছু ভালো গান যেন গেয়ে যেতে পারি, মানুষের ভালোবাসা যেন না হারাই।’

সৈয়দ আব্দুল হাদীর ৭৫তম জন্মদিনে তাকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিশেষ একটি গান ‘তুমি ছুঁয়েছ নীলিমার নীল’। ওমর ফারুকের কথায়, ফরিদ আহমেদের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন ফাহমিদা নবী, মুহিন, চম্পাসহ একাধিক শিল্পী। গানটি প্রযোজনা করেন ধ্রুব গুহ। জন্মদিনকে ঘিরে শিল্পীকে সম্মান জানানোর এই প্রয়াস হয়ে উঠেছিল এক অনন্য শ্রদ্ধার নিদর্শন।