ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৬-এ বিশ্ব র্যাংকিংয়ে ২০০ ধাপ উন্নতি করেছে। এ বছর ঢাবি ৮০১-১০০০-এর মধ্যে অবস্থান করছে, যেখানে গত বছর এটি ১০০১-১২০০ র্যাংকের মধ্যে ছিল। একই সাথে ঢাবি যৌথভাবে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে তার অবস্থান ধরে রেখেছে।
গতকাল বৃহস্পতিবার টাইমস হায়ার এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
র্যাংকিংয়ে বিশ্বের মোট তিন হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয়কে স্থান দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোকে শিা, গবেষণার পরিবেশ, গবেষণার মান, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এবং শিল্পেেত্রর সাথে সহযোগিতা সূচকের ওপর ভিত্তি করে মূল্যায়ন করা হয়েছে। ঢাবির সূচকভিত্তিক অগ্রগতি ল করলে দেখা যায়, গবেষণার পরিবেশে ৩ পয়েন্ট বৃদ্ধি (১০.৩- ১৩.৩), গবেষণার মানে ৯.৩ পয়েন্ট বৃদ্ধি (৬৭.২-৭৬.৫) এবং শিল্পেেত্রর সাথে সহযোগিতায় ১১.৮ পয়েন্ট বৃদ্ধি (২১.৪- ৩৩.২) হয়েছে। শিা সূচকে ঢাবি পেয়েছে ১৭.৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিতে পেয়েছে ৪৫ পয়েন্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব র্যাংকিং উন্নয়নের ল্েয ১৬ সদস্যের একটি বিশেষ কমিটি দীর্ঘ দিন ধরে কাজ করছে। ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান-এর সার্বিক দিকনির্দেশনায় এই কমিটি কার্যক্রম পরিচালনা করছে। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রো-ভিসি (শিা) অধ্যাপক ড. মামুন আহমেদ। কমিটিতে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্য অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোসাদ্দেক হোসেন কামালসহ আরো বিশিষ্ট শিাবিদ এবং প্রশাসনিক কর্মকর্তারা সদস্য হিসেবে আছেন।
অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র্যাংকিংয়ের এই সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক, শিার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ‘এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একক নয়, এটি বাংলাদেশের উচ্চশিার উন্নতির প্রতিফলন।’
উল্লেখ্য, কোয়াককোয়ারেলি সায়মন্ডস র্যাংকিংয়েও ঢাবি দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত এবং বিশ্বে ঢাবির অবস্থান ৫৮৪তম।