জামায়াত আমিরের সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

Printed Edition
জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সথে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল  : নয়া দিগন্ত
জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সথে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

হাইকমিশনার শুরুতেই জামায়াত আমির ডা: শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং পরিপূর্ণ আরোগ্য কামনা করেন।

বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ডেপুটি হাইকমিশনার ক্লিন্টন পোবকে, পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি আনা পিটারসনসহ চারজন প্রতিনিধি বৈঠকে উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ইয়াসিন আরাফাত।

সড়ক উপদেষ্টার সাথে ৩ জামায়াত নেতার বৈঠক

সিলেট ব্যুরো জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের কাজ দ্রুত শেষ করা এবং সিলেটের বিভিন্ন এলাকায় সড়ক সংস্কার, সেতু নির্মাণের জন্য সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার সাথে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাথে সিলেটের বাসিন্দা জামায়াতের চার সদস্যের প্রতিনিধিদলের এই বৈঠক হয়। বৈঠক শেষে নেতারা সচিবালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিনিধিদলে ছিলেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, আইনজীবী শিশির মনির এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের শূরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী। তারা সবাই সিলেটের বিভিন্ন আসনে জামায়াত ঘোষিত প্রার্থী।

এহসানুল মাহবুব জুবায়ের গতকাল সন্ধ্যায় নয়া দিগন্তকে বলেন, ঢাকা-সিলেট হাইওয়ের কাজ দীর্ঘ দিন থেকে চলছে। কাজের গতি খুবই ধীর। বৃষ্টিপাতের কারণে সেখানে অনেক গর্ত হয়ে গেছে। ঢাকা-সিলেট মহাসড়কে যারা চলাফেরা করেন, তারা খুবই দুর্ভোগ পোহান। আট ঘণ্টার রাস্তা ১৪ ঘণ্টা, ১৬ ঘণ্টা, ১৮ ঘণ্টা পর্যন্ত লেগে যায়।

তিনি বলেন, যত দ্রুত সম্ভব ঢাকা-সিলেট মহাসড়কের কাজটি সম্পন্ন করার অনুরোধ করছি।

ব্যবয়াসীদের সাথে চট্টগ্রাম মহানগরী জামায়াতের মতবিনিময়

চট্টগ্রাম ব্যুরো জানায়, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, বিশ্বের ইতিহাসে অনন্য নজির হলো চব্বিশের জুলাই বিপ্লব। জেনারেশন জেড তথা তরুণদের ডাকে রাজপথে নেমে এসেছিল সেদিন শিক্ষক-বুদ্ধিজীবী, ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, শিল্পপতি, সংবাদকর্মীসহ সব শ্রেণী-পেশার মানুষ। অভিভাবক, রিকশাওয়ালা, হকারসহ সবাই নেমে এসেছিল সেদিন ১৮ কোটি মানুষকে মুক্ত করতে। কিন্তু বিপ্লবের চৌদ্দ মাসেরও বেশি সময় চলে গেলেও এখনো সচল হয়ে উঠেনি অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো। স্বৈরাচারের দোসর ও তাদের পদায়নের লোকগুলো বহাল তবিয়তে ঘাঁপটি মেরে বসে থাকায় সংস্কার, বিচার ও নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা এখনো দৃশ্যমান নয়। তাই ৫ দফা গণদাবির পক্ষে ব্যবসায়ী-শিল্পপতিদেরকেও সোচ্চার হতে হবে এবং অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সত্যিকার দেশপ্রেমিক নেতৃত্বের সরকার প্রতিষ্ঠা করে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক গতিশীলতা এবং জনগণের কল্যাণকর ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতিদের নিয়ে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আইবিডব্লিউএফ কেন্দ্রীয় সহসভাপতি, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা: এ কে এম ফজলুল হক।

চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি ও চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ব্যবসায়ী নেতা মহিউদ্দীন শাহজাহান, হারুনুর রশিদ, মুহাম্মদ ইউসুফ চৌধুরী, জামাল উদ্দীন, শেখ কামরুল ইসলাম, লায়ন নুরুল আবছার, কামরুল হুদা, মুহাম্মদ রফিক, আরিফ হোসেন বাবলু, সাইয়েদ আল মামুন, আরিফ হোসেন বাবলু, আব্দুল আজিজ প্রমুখ।

নারায়ণগঞ্জ সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময়

নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নারায়ণগঞ্জে মহানগর জামায়াত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। এ সময় জামায়াতের এমপি প্রার্থীরা বলেছেন, নতুন করে স্বৈরাচার ও ফ্যাসিস্ট শক্তি জন্ম নিতে না পারে, এজন্য প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি।

গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের ৩য় তলায় সিন্যামন রেস্টুরেন্টে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির প্রয়োজনীয়তা অনেক। এতে প্রতিটি ভোটার তাদের ভোটের মূল্যায়ন পাবেন।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেন, জুলাই অভ্যুত্থানের পর গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশিত হলেও এখনো ফ্যাসিজমের ছায়া রয়েছে। তিনি বলেন, একক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে কোনো দল যেন পুনরায় স্বৈরাচারী না হয়, এজন্য পিআর পদ্ধতিতে নির্বাচন সময়ের দাবি।

জামায়াতের জেলা আমির মুমিনুল হক সরকার বলেন, চলমান সঙ্কটের সময়ে জামায়াতে ইসলামী জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা কায়েমে পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনে রয়েছে।

এ সময় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. ইকবাল হোসাইন ভূইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমির মাওলানা আবদুল কাইয়ুম মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি মো: জামাল হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য, প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিনসহ মহানগরী ও থানার বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।