পতিত আওয়ামী লীগ সরকারের কয়েকজন সাবেক এমপি, সাবেক নিরাপত্তা উপদেষ্টা, সাবেক ইসি সচিব, সাবেক ডিজিএফআই প্রধান ও সাবেক সেনাকর্মকর্তাসহ বেশ কয়েকজন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ ও দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব পৃথকভাবে এসব আদেশ দেন। দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক আকতারুল ইসলাম এসব তথ্য জানান।
সাবেক এমপি তাজুল ও পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা : ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম, তার স্ত্রী হাসু ইসলাম, সন্তান ধানাদ ইসলাম দীপ্ত, ফারাহ ইসলাম প্রভা ও শামা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের পৃথক আবেদনের প্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলামের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, তাজুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে (ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা এলাকা ছাড়াও অন্যান্য এলাকায়) এবং দেশের বাইরে- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার উদ্দেশে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন। আদালত এ আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
সাবেক এমপি বকুলের ২ বাড়ি জব্দ, ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
নাটোর-১ আসনের সাবেক সদস্য শহিদুল ইসলাম বকুলের নামে রাজধানীর তেজগাঁওয়ের রাজাবাজারে থাকা ৪ তলাবিশিষ্ট দুইটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এ ছাড়া তার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।
আবেদনে বলা হয়, শহিদুল ইসলাম বকুলের বিরুদ্ধে বিপুল অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি শহিদুল ইসলাম বকুলের নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হাতবদলের সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির নামে অর্জিত সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
সাবেক এমপি শাহিন চাকলাদার ও মাসুদ উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুদকের পৃথক দু’টি আবেদনের প্রেক্ষিতে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শাহিন চাকলাদারের বিষয়ে আবেদনে বলা হয়েছে, শাহিন চাকলাদারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে দুর্নীতি দমন কমিশন গত ১৮ মার্চ একটি মামলা দায়ের করে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, শাহিন চাকলাদার বর্তমানে আত্মগোপনে আছে এবং যেকোন সময় তার পরিবারসহ বিদেশে পালিয়ে যেতে পারে বিধায় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।
মাসুদ উদ্দিন চৌধুরীর বিষয়ে আবেদনে বলা হয়েছে, সাবেক এমপি ও এ এম ইন্টারন্যাশলাল লিমিটেডের প্রোপ্রাইটর মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর নামে প্রতারণাপূর্বক অবৈধ অর্থ লেনদেন করে প্রচুর অর্থ মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে প্রেরণ করার অভিযোগে দায়েরকৃত মামলাটি তদন্তাধীন রয়েছে। বিশ্বস্ত সূত্রে আরো জানা গেছে যে, মামলার আসামি মাসুদ উদ্দিন চৌধুরী অভিযোগ হতে বাঁচার জন্য বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। মামলার তদন্ত শেষ হওয়ার পূর্বে আসামি মাসুদ উদ্দিন চৌধুরী যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সে বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
তারিক সিদ্দিকের প্লট ও ফ্ল্যাট জব্দের আদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক, সন্তান নুরিন সিদ্দিকের নামে থাকা ২৪ দশমিক ৮০ বিঘা জমি, পাঁচটি প্লট ও পাঁচটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। জব্দ সম্পদের মধ্য বারিধারার ডিওএইচে ৭ তলা দালান বাড়ি, একই এলাকার ৭ তলা ভবনের ৫ থেকে ৭ তলার তিনটি ফ্ল্যাট, একই এলাকার ৩৬০০ স্কয়ার ফিটের চারটি কার স্পেসসহ দু’টি ফ্ল্যাট, পূর্বাঞ্চলের নতুন শহরে ২০ কাঠা জমির ৪টি প্লট, বসুন্ধরা আবাসিক এলাকার একটি প্লট রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহীন সিদ্দিক, তাদের সন্তান নুরিন সিদ্দিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। জানা গেছে, তারা স্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান শেষ হওয়ার পূর্বে সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে।
ডিজিএফআইয়ের সাবেক ডিজির বাড়ি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের নামে থাকা তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। একইসাথে ঢাকার আশুলিয়ায় তাদের নামে থাকা ৯ তলা বাড়ি, পল্লবীতে থাকা একটি ফ্ল্যাট ও ২৩ শতাংশ জমি জব্দের আদেশ দেয়া হয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা ব্যাংক হিসাবের অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। একইসাথে ফ্ল্যাট এবং ৯ তলা বাড়ি দুদকের অনুসন্ধান শুরুর পর হেবা দলিলের মাধ্যমে দুই মেয়ে ও স্ত্রীকে প্রদান করে সম্পদ গোপন করার চেষ্টা করছেন।
জিয়াউল আহসানের স্ত্রীর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
বহিষ্কৃত সেনা অফিসার মেজর জেনারেল জিয়াউল আহসানের স্ত্রী নুসরাত জাহানের ১৬৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তার নামে চারটি ব্যাংকে থাকা তিন কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা অবরুদ্ধের আদেশ দেয়া হয়েছে।
এর আগে গত ২৪ এপ্রিল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট ও পাঁচটি বাড়িসহ একশত বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। একইসাথে তার নয়টি ব্যাংক হিসাবের এক কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেয়া হয়। গত ১৫ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
সাবেক ইসি সচিব হেলালুদ্দীনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে বলা হয়েছে, হেলালুদ্দীন আহমদ ও অন্যান্যদের বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে ৫৫ হাজার ৩১০ জন রোহিঙ্গা নাগরিককে ভোটার বানানোর অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। এর মধ্যে হেলালুদ্দীন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় হেলালুদ্দীন আহমদের বিদেশ যাওয়া ঠেকানো একান্ত প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
সাংবাদিক মুন্নী সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাংবাদিক মুন্নী সাহা, তার স্বামী মো: কবির হোসেন, মা আপেল রানী সাহা, ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহা অপুর দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
দুদকের আবেদনে বলা হয়েছে, মুন্নী সাহা, তার পরিবারের সদস্যবৃন্দ ও এম এস প্রমোশনসের স্বত্বাধিকারী এবং মুন্নী সাহার স্বামী কবির হোসেন তাপসের বিরুদ্ধে তাদের ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলমান রয়েছে। এ সময় তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।