নোয়াখালী অফিস
প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (নোবিপ্রবি) বিশ^ র্যাংকিংয়ে অবস্থান লাভের গৌরব অর্জন করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ^বিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যুক্তরাজ্যভিত্তিক উচ্চশিক্ষাবিষয়ক সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) কর্তৃক ২০২৬ সালের প্রকাশিত তালিকায় বিশ^ র্যাংকিংয়ে নোবিপ্রবি ১২০১ থেকে ১৫০০ এর মধ্যে অবস্থান করছে। টিএইচই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই র্যাংকিং প্রকাশ করে। তালিকায় বাংলাদেশের মোট ২৮টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নোবিপ্রবির অবস্থান ১২তম, আর গবেষণার মানদণ্ডে বিশ্বতালিকায় অবস্থান ৭২২তম।
ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, শিক্ষা ও গবেষণায় এগিয়ে যাওয়ার অন্যতম মাইলফলক ছুঁয়েছে নোবিপ্রবি। এ বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি হলো নোবিপ্রবির বিশ^ র্যাংকিংয়ে জায়গা করে নেয়া। এ জন্য বিশেষ অভিনন্দন জানাই জুলাই বিপ্লবের পর গঠিত নোবিপ্রবি র্যাংকিং সেলকে, যাদের নিরলস পরিশ্রমে এই অর্জন সম্ভব হয়েছে। এই সাফল্য ধারাবাহিক প্রচেষ্টা ও একাগ্রতার ফসল।
উল্লেখ্য, ২০২৬ সালের র্যাংকিংয়ে বিশ্বের ১১৫টি দেশ ও অঞ্চলের ২১৯১টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। বিশ্ব র্যাংকিংয়ে এবারো শীর্ষস্থান ধরে রেখেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। টাইমস হায়ার এডুকেশন বিশ্বব্যাপী পাঁচটি মানদণ্ডে-শিক্ষা, গবেষণা পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পখাতে অবদান এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গির ওপর বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং নির্ধারণ করে।