মাদারীপুর থেকে প্রতিনিধি
একটু বৃষ্টিতে মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। মাত্র এক ঘণ্টার বৃষ্টির পানি নামতেই সময় লেগে যায় ২-৩ দিন। এতে চরম দুর্ভোগে পড়তে হয় পৌরবাসীকে। দীর্ঘদিনেও জলাবদ্ধতা থেকে মুক্তি না পাওয়ায় এখন ক্ষুব্ধ নগরবাসী।
সরেজমিন দেখা যায়, মাদারীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পানিছত্র এলাকার শহীদ সূর্য সড়ক ও বীর মুক্তিযোদ্ধা ইউনুস সরদার সড়ক এবং তার আশপাশ এলাকা গত মঙ্গলবার মাত্র দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে আছে। পানি নামতে না পারায় চরম দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। স্কুল-কলেজের শিার্থীরা পড়েছে আরো বিড়ম্বনায়। উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ কর, ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু সনদ, রাজস্বসহ বিভিন্ন খাতে প্রতি বছরই শত কোটি টাকার রাজস্ব আদায় হয়। অথচ, নিয়মিত ড্রেন পরিষ্কার না করা ও যত্রতত্র জলাশয় ভরাট করে বহুতল ভবন নির্মাণে নজরদারি না থাকার কারণেই বৃষ্টিতে সৃষ্টি হয় এমন নাজুক অবস্থা। ফলে দুর্ভোগের শেষ নেই যানবাহনের যাত্রী, চালক ও পথচারীদের।
অবশ্য এ সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন মাদারীপুর পৌরসভার পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল আলম। তিনি বলেন, আগের থেকে ড্রেনেজ ব্যবস্থা বেশ উন্নত হয়েছে। বৃষ্টির পানি এক থেকে দুই ঘণ্টার মধ্যেই সরে যায়। এ ছাড়া দীর্ঘসময় যদি কোথাও পানি আটকে থাকে এবং পৌর কর্তৃপক্ষ খবর পায়, তাহলে সেখানে পরিচ্ছন্নতাকর্মীদের পাঠিয়ে দ্রুতই সে সমস্যার সমাধান করা হয়। প্রসঙ্গত, মাদারীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৪টি মৌজায় প্রায় দুই লাখ মানুষের বসবাস। ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত সাড়ে ১৪ বর্গ কিলোমিটারের মাদারীপুর পৌরসভা ১৯৯১ সালে প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা পায়।