নিজস্ব প্রতিবেদক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রত্যেক রাজনীতিবিদের জনগণের আস্থা তৈরি করার দায়িত্ব রাজনীতিবিদদেরই। রাজনীতিবিদদের ওপর কেন যেন জনগণ আস্থা পায় না। তাদের বিশ্বাস করতে চাচ্ছে না, এটা সত্য কথা। এতে আমাদের কী করা দরকার, আমাদের পার্টির কী করা দরকার। এ জন্য আমরা উদ্যোগ শুরু করেছি। আপনারা লক্ষ্য করবেন আমরা অনেকগুলো সেমিনার করছি এসব বিষয়ের উপর। সেখানে কমপক্ষে এক ঘণ্টা আমরা প্রশ্ন ও উত্তর পর্ব রেখেছি। আমরা বক্তৃতা দিয়ে বাড়ি চলে যাই, সবাই শুনে, কার মনে কী আছে আমি কিছুই জানলাম না। কে কী কতটুকু গ্রহণ করলো কিংবা করলো না আমরা জানতে পারি না। এ জন্য আমাদের প্রত্যেকটি আলোচনায় মিনিমাম এক ঘণ্টা প্রশ্নউত্তর পর্ব রাখছি। যেন রাজনীতিবিদদের জবাবদিহিতা নিশ্চিত থাকে।
গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেয়ার জন্য গণতন্ত্রের ভিত্তির ওপর দাঁড়িয়ে দেশকে গড়ার যে বিষয় আছে সেখানে সিভিল সোসাইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের সিভিল সোসাইটিতে ফাংশন করতে দিতে হবে। শুধু ফাংশন না ফ্যাসিলিটেট করতে হবে।
এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্ম, বাংলাদেশ আয়োজিত এ সেমিনারে আরো উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো অধ্যাপক রওনক জাহান, দেবপ্রিয় ভট্টাচার্য, রাজনীতিবিদ ডা: তাসনিম জারা, বাংলাদেশ কমিউনিটি পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন, আমার বাংলাদেশ (এবি) পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, গণফোরামের সভাপতি সুব্রত চৌধুরী প্রমুখ।



