ক্রীড়া প্রতিবেদক
২০২৪ সালের মার্চে সর্বশেষ দ্বিপীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। সেই সফরে জ্যোতিদের বিপে তিনটি করে ওয়ানডে এবং টি-২০ খেলেছিল অ্যালিসা হিলি-এলিসা পেরিরা। অসিরা ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল। সেই স্মৃতি নিয়েই এবার তারা বাংলাদেশকে মোকাবেলা করার কথা জানিয়েছিল। আর বাংলাদেশের পুঁজি ছিল চলতি বিশ্বকাপে ভালো খেলা, প্রতিপক্ষকে স্বস্তিতে না রাখা- মাঠে নিজেদের নতুন করে চেনানো। কিন্তু কিছুই হলো না। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো দিকেই ন্যূনতম সুবিধা করতে না পারায় বিশ^কাপে এটিই বাজে উদাহরণ হয়ে থাকল বাংলাদেশের। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সোবহানা মোস্তারির অপরাজিত ৬৬ রানর সুবাদে ৯ উইকেটে ১৯৮ রান করে লাল-সুবজরা। জবাবে টি-২০ স্টাইলে খেলে কোনো উইকেট না হারিয়ে ২৪.৫ ওভারে আলিসা হিলির অপরাজিত সেঞ্চুরিতে ১০ উইকেটের জয় পেয়ে সেমিতে উঠে গেল অস্ট্রেলিয়া।
চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে এই প্রথম প্রতিপকে অলআউট করতে ব্যর্থ অস্ট্রেলিয়া। পাঁচ ক্যাচ মিস ও বাজে ফিল্ডিংয়ের পরও নিজেদের ব্যাটিং ব্যর্থতায় বড় পুঁজি গড়তে পারেনি বাংলাদেশ।
মারুফা ও নাহিদা ছিটকে গেছেন এ ম্যাচে। সুযোগ পেয়েছেন অফ স্পিনার ফারিহা তৃষ্ণা ও ১৭ বছর বয়সী পেসার নিশিতা আক্তার। টস জিতে দারুণ শুরুর পর খেই হারায় মিডল ও টেল অ্যান্ডাররা। শেষ দিকে একা লড়াই করে গেলেন পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে নামা সোবহানা মোস্তারি। তার অপরাজিত ৮০ বলে ৬৬ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার বিপে ৯ উইকেটে ১৯৮ রানের পুঁজি পায় টাইগ্রেসরা। অস্ট্রেলিয়ার বিপে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড।
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলেও এরপর টানা চার ম্যাচে হারল বাংলাদেশ। অবশ্য দুই ম্যাচে সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি টাইগ্রেসরা। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়ার বিপে জয়ের কোনো বিকল্প ছিল না। সব সমীকরণকে বুড়ো আঙুল দেখিয়ে শীর্ষেই রইল অস্ট্রেলিয়া। পাশাপাশি সেমির আশা পুরোপুরি শেষ হয়ে গেল বাংলাদেশের।
ভারতের বিশাখাপত্তমে টস জিতে ব্যাটিং নিয়ে দলীয় ৩২ রানের মাথায় ভাঙে বাংলাদেশের ওপেনিং জুটি। ২৪ বলে ৮ রান করে সাজঘরে ফেরেন ফারজানা। দ্বিতীয় উইকেটে ঝিলিক ও শারমিন আক্তার মিলে যোগ করেন ৪১ রান। দারুণ ফর্মে থাকা রাবায় হায়দার ঝিলিক ৫৯ বলে ৪৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন। এরপরই মূলত ধস নামে টাইগ্রেস ব্যাটিংয়ে। আসরজুড়ে ব্যর্থ কাপ্তান জ্যোতিও (১২) পারেনি ইনিংস বড় করতে পারেননি।
দেড়শোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। দলকে খাদের কিনারা থেকে টেনে তোলেন সোবহানা মোস্তারি। এ দিন ৮০ বলে ৯ বাউন্ডারিতে ৬৬ রানের কার্যকরী ইনিংস খেলে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার বিপে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম ফিফটি। অন্য প্রান্তে কেউ-ই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। এক অঙ্কের ঘরে আউট হন সবাই। ফিল্ডিংয়ে অন্তত পাঁচটি ক্যাচ হাতছাড়া করেছেন অসি ফিল্ডাররা। অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, অ্যালানা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম দু’টি করে উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন ম্যাগান স্কট।
জবাবে বাংলাদেশী কোনো বোলাদের পাত্তা না দিয়ে ২৪.৫ ওভারে বিনা উইকেটে ২০২ রান করে তালিকার শীর্ষে রইল অস্ট্রেলিয়া। আলিশা হিলি ৭৭ বলে ২০ বাউন্ডারিতে ১১৩ রানে এবং ফোবি লিচফিল্ড ৭২ বলে ১২ চার ও এক ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকেন।