মোস্তাফিজ পুরো জাতি তোমার পাশে : তাবিথ আওয়াল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

খেলাকে রাজনীতিকরণের এমন ঘেরাটোপে ফেলার কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। এক ফেসবুক পোস্টে তাবিথ আওয়াল লিখেন, ‘কলকাতা নাইট রাইডার্স তাদের দলের জন্য মোস্তাফিজুর রহমানকে নির্বাচন করা সত্ত্বেও, কেবল রাজনৈতিক চাপের কারণে আইপিএল ২০২৬ থেকে বাদ দেয়া হয়েছে জেনে আমি অত্যন্ত হতাশ।’

মোস্তাফিজের প্রতি সমর্থনে তাবিথ আউয়াল বলেন, ‘শক্ত থাকো মোস্তাফিজ। পুরো জাতি আজ তোমার পাশে আছে।’

বাফুফে সভাপতি আরো লিখেন, ‘মোস্তাফিজ একজন বিশ্বমানের অ্যাথলেট। যিনি নিজের দক্ষতা ও পারফরম্যান্স দিয়ে সেখানে জায়গা করে নিয়েছিলেন। শুধু তার জাতীয়তার কারণে তাকে লক্ষ্যবস্তু করা একজন খেলোয়াড়ের প্রতি অবিচার এবং অসহিষ্ণুতার চরম বহিঃপ্রকাশ, যা ক্রিকেটের মতো জেন্টলম্যানস গেমে মোটেও কাম্য নয়। আমি ভারতীয় কর্তৃপক্ষ এবং বিসিসিআই-এর প্রতি আহ্বান জানাই, খেলাধুলাকে রাজনীতিকরণ করা বন্ধ করুন।’

তাবিথ আওয়াল জানান, ‘খেলাধুলার অসীম শক্তি আছে বিভেদ ভুলে মানুষকে এক করার। একে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, আসুন একে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করি।’