রয়াটার্স
রাশিয়া তাদের নতুন পারমাণবিক-চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্রের ‘বুরেভেস্তনিক’ সফল পরীক্ষা সম্পন্ন করেছে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। ক্রেমলিন থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, এই ‘চূড়ান্ত পরীক্ষা’ রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতায় একটি যুগান্তকারী সংযোজন। বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক শক্তি দ্বারা চালিত এবং এটি বিশ্বের যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে যেতে সক্ষম বলে দাবি করা হয়েছে।
এর পরিসর প্রায় ১৪,০০০ কিলোমিটার এবং এটি একটানা ১৫ ঘণ্টা উড়তে পারে। ন্যাটো এই অস্ত্রকে এসএসসি-এক্স-৯ স্কাইফল নামে চিহ্নিত করেছে। পুতিনের ঘোষণার সময় তিনি ইউক্রেনে রাশিয়ার যৌথ বাহিনীর সদর দফতর পরিদর্শন করেন এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সাথে বৈঠক করেন। গেরাসিমভ জানান, ইউক্রেনের দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলে প্রায় ১০ হাজার ইউক্রেনীয় সেনা ঘেরাও করা হয়েছে, যা রাশিয়ার সামরিক অগ্রগতির ইঙ্গিত দেয়।
বুরেভেস্তনিকের সফল পরীক্ষা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ২০১৯ সালে এর একটি ব্যর্থ পরীক্ষায় আর্কটিকে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছিল, যা নিয়ে তখন ব্যাপক বিতর্ক হয়। এই অস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারে একটি ‘অদ্বিতীয় সংযোজন’ বলে পুতিন উল্লেখ করেছেন। এটি রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষা নীতিতে নতুন মাত্রা যোগ করবে এবং পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।



