দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলন বয়কট করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। গত রোববার সম্মেলনের ফাঁকে তিনি এই সমলোচনা করেন। এর আগে শনিবার প্রথমবারের মতো প্রথমবারের মতো আফ্রিকার কোনো দেশে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম দিন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিশ্ব নেতাদের উদ্দেশে ভাষণ দেন।



