কূটনৈতিক প্রতিবেদক
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক পর্যালোচনা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হয়েছে।
গতকাল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক পর্যালোচনা এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ ছাড়া তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেছেন। দুই দেশ ঘনিষ্ঠ যোগাযোগ রাখার বিষয়ে সম্মত হয়েছে।
ইসহাক দার চলতি বছরের ২৩ থেকে ২৫ আগস্ট ঢাকা সফর করেছেন। প্রায় ১৩ বছর পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটি ছিল প্রথম ঢাকা সফর। সফরকালে তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে বৈঠক করেছেন।
খালেদা জিয়ার নামাজে জানাজায় যোগ দিতে গত বুধবার ঢাকায় আসার কথা ছিল ইসহাক দারের। তবে শেষ পর্যন্ত তার পরিবর্তে আসেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক। তিনি খালেদা জিয়ার জানাজায় অংশ নেন। এ ছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করে সমবেদনা জানান। ঢাকায় সরদার আয়াজ সাদিক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে বৈঠক করেছেন।
গত শনিবার ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।



