তুর্কি সংসদীয় প্রতিনিধি দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

Printed Edition

বিশেষ সংবাদদাতা

তুরস্ক-বাংলাদেশ সংসদীয় বন্ধুত্ব গ্রুপের চেয়ারম্যান ও তুরস্কের পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজের নেতৃত্বে পাঁচ সদস্যের এক সংসদীয় প্রতিনিধিদল গতকাল সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তা খাতে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।

মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন গভীর। তিনি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির বিষয়টি উল্লেখ করেন।

ইয়িলমাজ জানান, প্রতিনিধিদল গত রোববার (২ নভেম্বর) কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুরস্কের সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস রোহিঙ্গা সম্প্রদায়ের পাশে তুরস্কের অবিচল অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ অন্বেষণে তুর্কি উদ্যোক্তাদের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ দ্রুতই রফতানিমুখী উৎপাদনকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করছে।

অধ্যাপক ইউনুস বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার পর থেকেই তুরস্কের সাথে সম্পর্ক আরো গভীর করার চেষ্টা করছি।’ তিনি বিশ্ব সম্প্রদায়কে রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা ভুলে না যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘রোহিঙ্গা সঙ্কট আমাদের সময়ের অন্যতম মর্মান্তিক মানবিক বিপর্যয়। কেবল মুসলমান হওয়ার কারণে এ জনগোষ্ঠী নাগরিকত্ব থেকে বঞ্চিত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘আট বছর ধরে তারা আশ্রয়শিবিরে মানবেতর জীবন কাটাচ্ছে। তাদের সন্তানরা শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে-যা হতাশা ও অস্থিতিশীলতার কারণ হতে পারে।’

প্রধান উপদেষ্টা তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়্যব এরদোয়ান ও তাঁর সহধর্মিণীর প্রতি বাংলাদেশের মানবিক ও উন্নয়ন সহযোগিতায় অব্যাহত সমর্থনের জন্য গভীর কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ ও তুরস্ক পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমাদের জনগণের জন্য নতুন সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্মোচনে প্রস্তুত।’