নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
‘এগিয়ে যাই পরিবর্তনের লক্ষ্যে’ প্রতিশ্রুতিতে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে জামায়াতের সংসদ প্রার্থী ও সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মুহাম্মদ ইয়াছিন আরাফাত দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে শনিবার দিনব্যাপী রাইড ফর চেঞ্জ মোটর শোভাযাত্রা করেছেন। সকালে নাঙ্গলকোট আরিফুর রহমান সরকারি মডেল হাইস্কুল থেকে শুরু হওয়া শোভাযাত্রা জোড্ডা, দৌলখাঁড়, বক্সগঞ্জ, ঢালুয়া, ঝাটিয়াপাড়া, বাঙ্গড্ডা, ভুশ্চি, বাগমারা হয়ে লালমাইয়ের বিভিন্ন স্থানে পথসভা শেষে হরিশ্চরে গিয়ে শেষ হয়।
পথসভায় বক্তব্য দেন জামায়াত প্রার্থী মাওলানা ইয়াছিন আরাফাত। তিনি বলেন, নাঙ্গলকোট-লালমাইবাসীকে আশ্বস্ত করতে চাই, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। জামায়াত আমির ডা: শফিকুর রহমান স্পষ্ট করে জানিয়েছেন, ‘গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। এখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ এই লড়াইয়ে বিজয়ের জন্য দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে জয়ী করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মানুষ পরিবর্তন চায়। তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছে; এবার তারা দাঁড়িপাল্লা প্রতীককে সামনে রেখে জামায়াতে ইসলামীকে সুযোগ দিতে চায়।
মোটর শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ড. দেলোয়ার হোসেন, লালমাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গোলাম সরওয়ার, নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা এস এম মহিউদ্দিন, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাছান, সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন মজুমদার, শিক্ষা ও ক্রীড়াবিদ এস এম আমিনুল হক মাওলা প্রমুখ।



