গোপালগঞ্জ প্রতিনিধি
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচারকার্যক্রম উপলে গোপালগঞ্জ জেলা পর্যায়ে তিন লাখ ৭৩ হাজার ৪৩ জন শিশুকে টাইফয়েড টিকা দেয়ার ল্েয ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি বাস্তবায়ন উপলে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে একটি কনসালটেশন কর্মশালা। গত বুধবার গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা: আবু সাইদ মো: ফারুক, জেলা মাধ্যমিক শিা অফিসার রুহুল আমীন, জেলা প্রাথমিক শিা অফিসার মোছা: জ্যোৎস্না খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক, জেলা তথ্য অফিসার মো: সুলাইমান এবং মেডিক্যাল অফিসার ডা: দিবাকর বিশ্বাস। কর্মশালায় গোপালগঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবাণুবাহিত রোগ, যা পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে সংক্রমণ হয়। আগামী ১২ অক্টোবর থেকে সারা দেশের মতো গোপালগঞ্জেও ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের একডোজ টাইফয়েড টিকা দেয়া হবে। চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এ জন্য আগেই সব শিশুকে শিাপ্রতিষ্ঠান থেকে বা ব্যক্তি উদ্যোগে রেজিস্ট্রেশন করাতে হবে। সব শিশু যাতে এই টিকার আওতায় আসে এবং স্ব-উদ্যোগে রেজিস্ট্রেশন করে নেয়, সেজন্য ব্যাপক প্রচারের প্রয়োজন বলে মন্তব্য করেন বক্তারা।