মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এমআইইউ মেডিক্যাল সেন্টার উদ্বোধন

Printed Edition

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এমআইইউ মেডিক্যাল সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে ফিতা কেটে এ মেডিক্যাল সেন্টার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মো: মনিরুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ড. মো: মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকস অনুষদের ডিন মো: মাহবুব আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আবু সাঈদ, এমআইইউ মেডিক্যাল সেন্টারের নবনিযুক্ত চিকিৎসক ড. মো: আব্দুল হালিম, এমবিবিএস, এমপিএইচ, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ক্লাব প্রতিনিধি ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব নবনিযুক্ত চিকিৎসক ড. মো: আব্দুল হালিমকে সবার সাথে পরিচয় করিয়ে দেন।

এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি উল্লেখ করেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সব সময় গুণগত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধাকে প্রাধান্য দিয়ে আসছে। তার অংশ হিসেবে আজ এমআইইউ মেডিক্যাল সেন্টার উদ্বোধন করা হয়েছে। এই সেন্টারে একজন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসকের মাধ্যমে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে অবস্থানকালে জরুরি চিকিৎসাসেবা গ্রহণের পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজনীয় পরামর্শও নিতে পারবেন। বিজ্ঞপ্তি।