এবার পাকিস্তানকে আইসিসির হুঁশিয়ারি

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

  • দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ হারাবে।
  • পিএসএল বিদেশী ক্রিকেটার পাবে না।
  • এশিয়া কাপেও নিষিদ্ধ হবে।

২০২৬ সালের টি-২০ বিশ্বকাপের সময়সীমা যত এগিয়ে আসছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর মধ্যে সম্পর্ক ভাঙনের পর্যায়ে পৌঁছেছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির মন্তব্য এবং বাংলাদেশের সাথে সংহতি জানিয়ে সম্ভাব্য বয়কটের পর, এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে যে পাকিস্তান অভূতপূর্ব নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী মহসিন নকভি আইসিসির বিরুদ্ধে ‘দ্বৈত নীতি’ অভিযোগ আনার পর এই বিরোধ শুরু হয়। পাকিস্তানের ম্যাচের জন্য পূর্বে ‘হাইব্রিড মডেল’ অনুমোদন দেয়া সত্ত্বেও, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তর করতে অস্বীকৃতি জানানোর কারণেই নকভির মন্তব্যের সূত্রপাত।

শেষ মুহূর্তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে নেয়া এবং পাকিস্তানের বিশ্বকাপ বর্জন নিয়ে চলছে বিভিন্ন কথা। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বল হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ না খেলে, তাহলে আইসিসি এশিয়ার এই দলকে কড়া শাস্তি দেবে। আইসিসির কর্তৃত্বকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে এবং পাকিস্তান টি-২০ বিশ্বকাপ থেকে সরে যেতে পারে বলে পরামর্শ দিয়ে, নকভি ক্রিকেটের বিশ্বব্যাপী পরিচালনা পর্ষদকে ক্ষুব্ধ করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) এটার প্রভাব পড়তে পারে। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। যদি পাকিস্তান টি-২০ বিশ্বকাপ বর্জন করে, আইসিসি তাদের একগাদা শাস্তি দেবে। যার মধ্যে রয়েছে, পাকিস্তান কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে পারবে না। পিএসএলে বিদেশি ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন না। খেলতে পারবে না এশিয়া কাপও।

বিশ্বকাপ শেষে মার্চে বাংলাদেশ সফরের কথা পাকিস্তান দলের। পাকিস্তান অবশ্য দুই দফায় বাংলাদেশ সফর করবে। কারণ, ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত হবে ২০২৬ পিএসএল। যদি পাকিস্তান বিশ্বকাপ বর্জন করে এবং প্রতিবেদন অনুযায়ী আইসিসি উপরোক্ত শাস্তি দেয়, সে ক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হবে না। এমনকি মোস্তাফিজ, ডেভিড ওয়ার্নার, সিকান্দার রাজার মতো বিদেশি তারকাদের দেখা যাবে না পিএসএলে।

নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে পিএসএলের একটি ফ্র্যাঞ্চাইজি নিয়েছে বলে পাকিস্তানের এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম। পাকিস্তান এবার বিশ্বকাপ বর্জন করলে ২০২৭ এশিয়া কাপও খেলতে পারবে না। বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দিয়ে আইসিসি অবিচার করেছে এবং আইসিসি দ্বিমুখী নীতি অনুসরন করছে বলে দাবি করেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় নিয়ে মহসিন নাকভি বলেন, যদিও পাকিস্তান এখনও টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করে প্রত্যাহার করেনি, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বাংলাদেশের সাথে অন্যায় আচরণ করা হয়েছে। এই অবিচার হওয়া উচিত নয়। বাংলাদেশ পাকিস্তানের মতোই আইসিসির পূর্ণাঙ্গ সদস্য। যদি পাকিস্তান এবং ভারতকে একই রকম সুবিধা দেয়া হয়, তবে বাংলাদেশের ক্ষেত্রে কেন নয়।