সোনারগাঁওয়ে ব্যবসায়ী অপহরণ, হাতুড়িপেটার পর টাকা নিয়ে মুক্তি

Printed Edition

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক গোশত ব্যবসায়ীকে অপহরণের পর হাতুড়িপেটা করে মুক্তিপণ আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মুক্তিপণের ৭০ হাজার টাকা নেওয়ার পর অপহরণকারীরা তাকে মুক্তি দেয়। আহত অবস্থায় বর্তমানে ওই ব্যবসায়ী সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অপহৃত ব্যবসায়ীর নাম মো. মুকবিল হোসেন (৪০)। তিনি উপজেলার জামপুর ইউনিয়নের আলমপুরা গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে। এ ঘটনায় তার ছোট ভাই শাহ আলম বাদি হয়ে বুধবার রাতে দুজনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ব্যবসায়িক কাজে ঢাকা যাওয়ার পথে জামপুরের মিরেরটেক বাজার এলাকায় আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা মুকবিল হোসেনকে জোরপূর্বক একটি কালো মাইক্রোবাসে তুলে নেয়। অপহরণকারীদের মধ্যে একই এলাকার আতাবুর রহমান ও পনির হোসেনসহ আরও ৫-৬ জন ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অপহৃত ব্যবসায়ী জানান, ‘ওরা আমার চোখ, হাত-পা বেঁধে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে আমার কাছে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। পরে আমার স্ত্রীকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এ অবস্থায় বিকাশের মাধ্যমে ৬০ হাজার টাকা পরিশোধের পর মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেওয়ানবাগ এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় তাকে ফেলে রেখে যায় অপহরণকারীরা। এদিকে অপহরণকারীদের একজন পনির হোসেন দাবি করেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে আমাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অপহরণের ঘটনায় আমরা জড়িত নই।’