ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো : শামছুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রোভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী, রেজিস্ট্রার মো: আইউব হোসেন, পরিচালক (পওউ) প্রফেসর ড. মো: রফিক আল মামুন ও দিবস উদযাপন কমিটির সদস্যসচিব উপ-রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে ভিসি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস কেবল একটি তারিখ নয়; এটি আমাদের বিবেকের আয়না। এই দিনের চেতনাকে আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করাই হোক আমাদের অঙ্গীকার। তিনি আরো বলেন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২০২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না। সকল বিভেদ ভুলে জাতির মৌলিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। পরে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বিশ^বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। বিজ্ঞপ্তি।
ইআবিতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
Printed Edition



