লন্ডনে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন সম্পর্কের নতুন অধ্যায়

Printed Edition
লন্ডনে দূতাবাসে ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জুমলত : ইন্টারনেট
লন্ডনে দূতাবাসে ফিলিস্তিনি রাষ্ট্রদূত হুসাম জুমলত : ইন্টারনেট

স্কাই নিউজ

ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার পর ব্রিটেনের রাজধানী লন্ডনে আনুষ্ঠানিকভাবে চালু হলো ফিলিস্তিনি দূতাবাস। লন্ডনে নিযুক্ত ফিলিস্তিনি দূত হুসাম জুমলুত একে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছেন।

সোমবার পূর্ব লন্ডনের হামারস্মিথে দূতাবাস উদ্বোধনের সময় তিনি বলেন, আজকের এই মুহূর্ত ব্রিটিশ-ফিলিস্তিন সম্পর্ককে নতুন মাইলফলকে পৌঁছে দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ব্রিটেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইসরাইলের দখলদারিত্ব ও গাজায় দীর্ঘদিনের গণহত্যার প্রেক্ষাপটে দেশটি ইসরাইলের আপত্তি উপেক্ষা করে এ সিদ্ধান্ত নেয়। দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ব্রিটেনে ফিলিস্তিন রাষ্ট্রের দূতাবাসের উদ্বোধন- আমরা আজ এখানে একটি ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে সমবেত হয়েছি। পূর্ণ কূটনৈতিক মর্যাদা ও সুবিধাসহ এই দূতাবাস আমাদের জনগণের সার্বভৌম রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকার এবং জাতিগুলোর মাঝে সমান মর্যাদার প্রতীক।

তিনি বলেন, ‘গাজা, পূর্ব জেরুসালেমসহ অধিকৃত পশ্চিমতীর, শরণার্থী শিবির এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রজন্মের পর প্রজন্মের ফিলিস্তিনিদের কাছে এই দূতাবাস একটি বড় নিদর্শন। এটি প্রমাণ করে যে, আমাদের পরিচয় কেউ অস্বীকার করতে পারবে না, আমাদের অস্তিত্ব মুছে ফেলা সম্ভব নয় এবং আমাদের জীবনের মূল্যকেও কেউ খাটো করতে পারবে না। শতাব্দীরও বেশি সময় ধরে আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে বঞ্চিত একটি জাতির জন্য এটি অত্যন্ত স্মরণীয় ও গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত।