একই পরিচালকের ১০ একক নাটকে তন্ময় সোহেল

বিনোদন প্রতিবেদক
Printed Edition
একই পরিচালকের ১০ একক নাটকে তন্ময় সোহেল
একই পরিচালকের ১০ একক নাটকে তন্ময় সোহেল

তন্ময় সোহেল, এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেতা। ট্র্যান্ডি, জীবনধর্মী বলা যায় সব ধরনের গল্পের নাটকেই তিনি অভিনয় করেন। বিশেষত পরিচালক আদিবাসী মিজানের নাটকে অভিনয় করেই তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন। যে কারণে এই সময়ে তন্ময় সোহেল ভীষণ ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে তন্ময় সোহেল অভিনীত সুজিত বিশ^াস রচিত ও নাসির উদ্দিন মাসুদ পরিচালিত ‘টাটটু ঘোড়ার দল’ ধারাবাহিক নাটকটি জিটিভিতে প্রচার শুরু হয়েছে। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য বেশ সাড়া পেতে শুরু করেছেন তন্ময় সোহেল। এছাড়া এরইমধ্যে তন্ময় সোহেল একই পরিচালক অর্থাৎ আদিবাসী মিজানের পরিচালনায় দশটি নতুন একক নাটকে অভিনয় করেছেন। নাটকগুলোর নাম হলো ‘বেক্কলের ঈদ’, ‘অটো বেক্কল’, ‘ভয়ঙ্কর বেক্কল’, ‘বাঁশের চেয়ে কঞ্চি বড়’, ‘পুষ্পা আক্তার’, ‘যমজ লেডি’, ‘সাপে নেউলে’, ‘সন্দেহবাজ জামাই’, ‘বোবা বয়রার বিয়ে’ ও ‘ভিক্ষুক’। সব নাটকের রচয়িতাও আদিবাসী মিজান। তন্ময় সোহেল বলেন, ‘নাসির উদ্দিন মাসুদ ভাইয়ের নির্দেশনায় টাটটু ঘোড়ার দল নাটকটিতে অভিনয় করে আমার ভীষণ ভালোলেগেছে। নাটকটি প্রচার শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। তবে নতুন ধারাবাহিক হিসেবে বেশ ভালো সাড়া পাচ্ছি। আর এরইমধ্যে আমি আদিবাসী মিজান ভাইয়ের নির্দেশনায় একের পর এক অর্থাৎ দশটি একক নাটকে অভিনয় করেছি। বলা যায় এই দশটি নাটকেই আমরা তিনজনই মূলত অভিনয় করেছি। আমি ছাড়া আরো দু’জন শিল্পী হলেন শামীম নাজনীন আপা ও মানসী প্রকৃতি। সব নাটকেরই গল্প রচনা করেছেন মিজান ভাই। তিনি ভীষণ শ্রম দিয়ে অনেক ধৈর্য্য ধরে অনেক কষ্ট করে নাটকগুলো নির্মাণ করেছেন। আমার বিশ^াসই শুধু নয় আমার ভীষণ প্রত্যাশা যে এই নাটকগুলো দর্শকের মধ্য দারুণ সাড়া ফেলবে। আর আমি এর আগেও মিজান ভাইয়ের নির্দেশনায় বেশকিছু সাড়া জাগানো নাটকে অভিনয় করেছি। মিজান ভাই ভীষণ বাচ্চাসুলভ এবং ভীষণ আবেগী একজন মানুষ। আমি তার মতো এত আবেগী মানুষ আমার সারা জীবনেও দেখিনি।