গুনাহের কাজের উপলব্ধি আসা মাত্রই নিজেকে ফিরিয়ে আনতে হবে ছারছীনার পীর

Printed Edition

ছারছীনার পীর আলহাজ হজরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেছেন, আম্বিয়ায়ে কেরাম তথা নবী-রাসূল আ: ব্যতিরেকে সব মানবকুল কম বেশি গুনাহগার। কিন্তু গুনাহ থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর দরবারে অনুশোচনা করা ও মাগফিরাত কামনা করা একান্ত জরুরি। গুনাহের কাজের উপলব্ধি আসা মাত্রই গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা ও আবার গুনাহের কাজে লিপ্ত না হওয়ার ইচ্ছাকে তওবা বলা হয়। প্রতিটি মুমিন বান্দাকে একনিষ্ঠভাবে মহান আল্লাহর দরবারে তওবা করা অপরিহার্য কর্তব্য।

গত শনিবার রাতে ভোলা জেলা শহরের বাংলা স্কুল মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ ভোলা জেলা শাখা কর্তৃক আয়োজিত ইসালে সাওয়াব মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এ কথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরো গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহর নায়েবে আমির আলহাজ হজরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: হেমায়েত বিন তৈয়্যেব, হজরত পীর সাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মো: মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ। পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে ছারছীনার পীর দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।