প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিনের বক্তব্যের ব্যাখ্যা দিলো চবি

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গত রোববার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘মুক্তচিন্তা, মুক্তিযুদ্ধ এবং একাত্তরের বুদ্ধিজীবী হত্যা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খানের বক্তব্য নিয়ে সৃষ্ট বিতর্ক নিয়ে ব্যাখ্যা দিয়েছে চবি কর্তৃপক্ষ।

গতকাল গণমাধ্যমে এ বিষয়ে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তার বক্তব্যের কিছু খণ্ডিত অংশ কিছু গণমাধ্যমে প্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি অ্যাকাডেমিক ডিসকাশনের অংশ হিসেবে বক্তব্যে শহীদ বুদ্ধিজীবী হত্যাকাণ্ড আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হতে পারে বলে মনে করেছেন। এ নিয়ে বিভ্রান্তি কাটানোর জন্য সঠিক তথ্য সবাই জানার জন্য স্বাধীন নিরপেক্ষ একটি তদন্ত কমিশনের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন তিনি। প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন মনে করেন, ১৯৭২ সালে গুমের শিকার জহির রায়হানকে খুঁজে পেলে সঠিক তথ্য পাওয়া যেত। কারণ জহির রায়হান তৎকালীন ‘শহীদ বুদ্ধিজীবী হত্যা তদন্ত কমিশন’-এর চেয়ারপারসন ছিলেন। মানুষ যাতে সঠিক ইতিহাস জানতে না পারে সে জন্যই জহির রায়হানকে গুম করা হয়। এ জন্য এর সঠিক তদন্ত হওয়া দরকার, যাতে জাতির মধ্যে কোনো বিভ্রান্তি না থাকে। আলোচনা সভায় প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, সত্যিকার ইতিহাস জানতে হলে ইতিহাসের সঠিক পদ্ধতি অনুসরণ করে আমাদের গবেষণা করতে হবে। গবেষণা ছাড়া আমরা যেকোনো বিষয়ে সমাধানে যেতে পারব না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চবি কর্তৃপক্ষ সংবাদপত্রের স্বাধীনতায় পূর্ণ আস্থাশীল ও বিশ্বাসী। সংবাদ পরিবেশনের সময় যাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি না হয় সে দিকে দৃষ্টি রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করছি। বিজ্ঞপ্তি।