গাজীপুর মহানগর প্রতিনিধি
ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামগুলোর আন্তর্জাতিক মান অর্জনের জন্য অ্যাক্রেডিটেশন অত্যাবশ্যক বলে মন্তব্য করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। তিনি বলেন, আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই) বাস্তবায়নের মাধ্যমেই এ মানদণ্ড পূরণ সম্ভব।
রোববার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ইমপ্লিমেন্টেশন অব ওবিই ইন এ প্রোগ্রাম টুওয়ার্ডস অ্যাচিভিং অ্যাক্রেডিটেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, ওবিই শিক্ষাক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করে, শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে তোলে এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বাড়ায়। বিশেষ অতিথির বক্তব্যে প্রোভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসার বলেন, ডুয়েটে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে ওবিই বাস্তবায়ন এগিয়ে চলছে। পাঠ্যক্রম নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং শিক্ষক-শিক্ষার্থীরা সমন্বিত অ্যাকাডেমিক পরিবেশে কাজ করছেন। সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো: ওবায়দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য ও র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউটি, গাজীপুর-এর অধ্যাপক ড. শামসুদ্দিন আহমেদ।



