বিএনপির ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ

খালেদা জিয়া ৩ আসনে তারেক রহমান বগুড়া-৬

Printed Edition
খালেদা জিয়া ৩ আসনে তারেক রহমান বগুড়া-৬
খালেদা জিয়া ৩ আসনে তারেক রহমান বগুড়া-৬

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গতকাল ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। দলের স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠক শেষে এই তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচনে প্রার্থী হচ্ছেন। অন্যদিকে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লড়বেন বগুড়া-৬ আসন থেকে।

স্থায়ী কমিটির বৈঠকটি গতকাল দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। লন্ডন থেকে এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন তারেক রহমান।

ঢাকার প্রার্থীদের তালিকা : ঢাকা শহরের ২০টি আসনের মধ্যে ১৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ঢাকা-১ আসনে খন্দকার আবু আশফাক; ঢাকা-২ এ আমানউল্লাহ আমান, ঢাকা-৩ এ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ এ তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ এ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ এ ইশরাক হোসেন, ঢাকা-৮ এ মির্জা আব্বাস, ঢাকা-১১ এ এম এ কাইয়ুম; ঢাকা-১২ এ সাইফুল আলম নীরব; ঢাকা-১৪ এ সানজিদা ইসলাম তুলি; ঢাকা-১৫ এ শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ এ আমিনুল হক; ঢাকা-১৯ এ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন।

ঢাকা-৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ ও ২০ আসন এখনো খালি রাখা হয়েছে, যা ভবিষ্যৎ জোট সমন্বয়ের ইঙ্গিত বহন করে।

এ ছাড়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন- মাহমুদ হাসান খান (বিজিএমইএ সভাপতি) চুয়াডাঙ্গা-২; আবদুল আউয়াল মিন্টুু (এফবিসিসিআই সাবেক সভাপতি) ফেনী-৩; ফজলুর রহমান-কিশোরগঞ্জ-৪; মির্জা ফখরুল ইসলাম আলমগীর- ঠাকুরগাঁও-১; সালাহউদ্দিন আহমদ- কক্সবাজার-১; বরকতউল্লা বুলু- নোয়াখালী-৩; শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী-লক্ষ্মীপুর-৩; আবদুস সালাম পিন্টু -টাঙ্গাইল-২।

দলের অবস্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘এটি একটি প্রাথমিক তালিকা। এখনো পর্যালোচনা চলছে। প্রয়োজনে সংশোধন করা হবে।’ তিনি আরো জানান, মনোনয়ন চূড়ান্ত করার আগে অঞ্চলভিত্তিক জনমত জরিপ, মাঠপর্যায়ের রিপোর্ট ও জোটগত আলোচনার ফল বিবেচনায় নেয়া হবে।

লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে তারেক রহমান বলেন, ‘সবাই মনোনয়ন পাবে না। কিন্তু যারা পাবে না, তারাও যেন মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করে, এটাই আমাদের ঐক্যের পরীক্ষা।’ তিনি সতর্ক করে দেন, ‘গোপন একনায়কতন্ত্রের ছায়া এখনো ঘিরে আছে। নিজেদের বিভাজন যেন প্রতিপক্ষের সুযোগ না হয়ে ওঠে।’

দলের ঐক্যের পুনঃপ্রতিষ্ঠা : দীর্ঘ আন্দোলন ও অভ্যন্তরীণ বিভাজনের পর বিএনপি একক নেতৃত্বে তালিকা ঘোষণা করেছে- যা দলীয় শৃঙ্খলা ও ঐক্যের প্রতীক বলে বিশ্লেষকরা মনে করছেন। তারেক রহমানের ভার্চুয়াল নেতৃত্বকে তারা ‘দলীয় কেন্দ্রায়ন ও নতুন নেতৃত্বের দৃঢ় উপস্থিতি’ হিসেবে দেখছেন।

ঢাকার সাতটি আসন ফাঁকা রাখা এবং কিছু আসনে শরিকদের প্রার্থী দেয়ার সম্ভাবনা দেখিয়ে বিএনপি ‘জোট-রাজনীতির পুনর্গঠন’ প্রক্রিয়ায় রয়েছে। এতে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও ২০২৪-এর আন্দোলনকালীন গণজোট অংশ নিতে পারে।

জুলাই সনদের পর বিএনপি ধীরে ধীরে ‘অংশগ্রহণমূলক রাজনীতি ও সংস্কারধর্মী গণতন্ত্রে ফেরার ইঙ্গিত’ দিয়েছে। এই প্রার্থী তালিকা সেই পরিবর্তনের বাস্তব রূপ। বিজিএমইএ ও এফবিসিসিআইয়ের সাবেক নেতাদের প্রার্থী করা হয়েছে- যা বিএনপির অর্থনৈতিক ভাবমূর্তি পুনর্গঠনের কৌশল হিসেবে দেখা হচ্ছে। এতে দলের প্রথাগত রাজনীতির পাশাপাশি ‘প্রো-বিজনেস ইমেজ’ গড়ার প্রয়াসও ফুটে উঠেছে।

তালিকা ঘোষণার মধ্য দিয়ে বিএনপি স্পষ্টভাবে নির্বাচনী প্রস্তুতি শুরু করল। বিশ্লেষকদের মতে, এটি আসন্ন ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতার বিকল্প মঞ্চ গঠনের সূচনা।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহে দ্বিতীয় ধাপের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে, যেখানে জাতীয় ঐক্যজোট ও অন্যান্য শরিক দলের প্রার্থী যুক্ত থাকবে। নেতাদের ভাষায়, ‘এটি শুধু প্রার্থী বাছাই নয়, বরং জুলাই সনদের আদর্শ অনুযায়ী রাজনৈতিক পুনর্গঠনের প্রস্তুতি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী তালিকা

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর উপজেলা, তেঁতুলিয়া উপজেলা এবং আটোয়ারী উপজেলা) ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির; পঞ্চগড়-২ বোদা উপজেলার ইউনিয়নগুলো, বোদা পৌরসভা এবং দেবীগঞ্জ উপজেলা ফরহাদ হোসেন আজাদ; ঠাকুরগাঁও-১ ঠাকুরগাঁও সদর উপজেলা মির্জা ফখরুল ইসলাম আলমগীর; ঠাকুরগাঁও-২ বালিয়াডাঙ্গী উপজেলা, হরিপুর উপজেলা এবং রানীশংকৈল উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো, ধর্মগড় ও কাশিপুর শূন্য; ঠাকুরগাঁও-৩ পীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত ইউনিয়গুলো ব্যতীত রানীশংকৈল উপজেলা, ধর্মগড় ও কাশিপুর মো: জাহিদুর রহমান জাহিদ; দিনাজপুর-১ বীরগঞ্জ উপজেলা এবং বিরল উপজেলা মো: মনজুরুল ইসলাম; দিনাজপুর-২ বোচাগঞ্জ উপজেলা এবং বিরল উপজেলা মো: সাদিক রিয়াজ; দিনাজপুর-৩ দিনাজপুর সদর উপজেলা বেগম খালেদা জিয়া; দিনাজপুর-৪ খানসামা উপজেলা এবং চিরিরবন্দর উপজেলা মো: আক্তারুজ্জামান মিয়া; দিনাজপুর-৫ পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা শূন্য; দিনাজপুর-৬ নবাবগঞ্জ, বিরামপুর উপজেলা, হাকিমপুর উপজেলা এবং ঘোড়াঘাট উপজেলা অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন; নীলফামারী-১ ডোমার উপজেলা, ডিমলা উপজেলা শূন্য; নীলফামারী-২ নীলফামারী সদর উপজেলা এ এইচ মো: সাইফুল্লাহ রুবেল; নীলফামারী-৩ জলঢাকা উপজেলা শূন্য; নীলফামারী-৪ সৈয়দপুর উপজেলা এবং কিশোরগঞ্জ উপজেলা মো: আব্দুল গফুর সরকার; লালমনিরহাট-১ পাটগ্রাম উপজেলা এবং হাতীবান্ধা উপজেলা মো: হাসান রাজিব প্রধান; লালমনিরহাট-২ কালীগঞ্জ উপজেলা এবং আদিতমারী উপজেলা শূন্য; লালমনিরহাট-৩ লালমনিরহাট সদর উপজেলা আসাদুল হাবিব দুলু; রংপুর-১ গংগাচড়া উপজেলা, রংপুর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ মো: মোকাররম হোসেন সুজন; রংপুর-২ তারাগঞ্জ উপজেলা, বদরগঞ্জ উপজেলা মোহাম্মদ আলী সরকার; রংপুর-৩ রংপুর সদর উপজেলা, রংপুর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ ব্যতীত রংপুর সিটি করপোরেশন এবং (গ) রংপুর সেনানিবাস এলাকা মো: সামসুজ্জামান সামু; রংপুর-৪ পীরগাছা উপজেলা এবং কাউনিয়া উপজেলা মোহাম্মদ এমদাদুল হক ভরসা; রংপুর-৫ মিঠাপুকুর উপজেলা মো: গোলাম রব্বানী; রংপুর-৬ পীরগাছা উপজেলা মো: সাইফুল ইসলাম; কুড়িগ্রাম-১ ভুরঙ্গামারী উপজেলা, নাগেশ্বরী উপজেলা সাইফুল ইসলাম রানা; কুড়িগ্রাম-২ কুড়িগ্রাম সদর উপজেলা, রাজারহাট উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা মো: সোহেল হোসেন কায়কোবাদ; কুড়িগ্রাম-৩ উলিপুর উপজেলা তাজভীর উল ইসলাম; কুড়িগ্রাম-৪ রৌমারী উপজেলা, রাজিবপুর উপজেলা এবং চিলমারী উপজেলা মো: আজিজুর রহমান; গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ উপজেলা খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী; গাইবান্ধা-২ গাইবান্ধা সদর উপজেলা মো: আনিসুজ্জামান খান বাবু; গাইবান্ধা-৩ সাদুল্যাপুর উপজেলা এবং পলাশবাড়ী উপজেলা অধ্যাপক ডা: সৈয়দ মইনুল হাসান সাদিক; গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ উপজেলা মোহাম্মদ শামীম কায়সার; গাইবান্ধা-৫ ফুলছড়ি উপজেলা এবং সাঘাটা উপজেলা মো: ফারুক আলম সরকার; জয়পুরহাট-১ জয়পুরহাট সদর উপজেলা এবং পাঁচবিবি উপজেলা মো: মাসুদ রানা প্রধান; জয়পুরহাট-২ আক্কেলপুর উপজেলা, ক্ষেতলাল উপজেলা এবং কালাই উপজেলা আব্দুল বারী; বগুড়া-১ সারিয়াকান্দি উপজেলা এবং সোনাতলা উপজেলা কাজী রফিকুল ইসলাম; বগুড়া-২ শিবগঞ্জ উপজেলা শূন্য; বগুড়া-৩ আদমদীঘি উপজেলা এবং দুপচাঁচিয়া উপজেলা আব্দুল মুহিত তালুকদার; বগুড়া-৪ কাহালু উপজেলা এবং নন্দীগ্রাম উপজেলা মো: মোশারফ হোসেন; বগুড়া-৫ শেরপুর উপজেলা এবং ধুনট উপজেলা গোলাম মোহাম্মদ সিরাজ; বগুড়া-৬ বগুড়া সদর উপজেলা তারেক রহমান; বগুড়া-৭ গাবতলী উপজেলা শাজাহানপুর উপজেলা বেগম খালেদা জিয়া; চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ উপজেলা মো: সাজাহান মিয়া; চাঁপাইনবাবগঞ্জ-২ ভোলাহাট উপজেলা, গোমস্তাপুর উপজেলা এবং নাচোল উপজেলা মো: আমিনুল ইসলাম; চাঁপাইনবাবগঞ্জ-৩ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মো: হারনর রশিদ; নওগাঁ-১ পোরশা উপজেলা, সাপাহার উপজেলা এবং নিয়ামতপুর উপজেলা মো: মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ পতœীতলা উপজেলা এবং ধামইরহাট উপজেলা মো: সামসুজ্জোহা খান; নওগাঁ-৩ বাদলগাছি উপজেলা এবং মহাদেবপুর উপজেলা মো: ফজলে হুদা বাবুল; নওগাঁ-৪ মান্দা উপজেলা ইকরামুল বারী টিপু; নওগাঁ-৫ নওগাঁ সদর উপজেলা শূন্য; নওগাঁ-৬ রানীনগর উপজেলা এবং আত্রাই উপজেলা শেখ মো: রেজাউল ইসলাম; রাজশাহী-১ গোদাগাড়ি উপজেলা এবং তানোর উপজেলা মো: শরীফ উদ্দীন; রাজশাহী-২ রাজশাহী সিটি করপোরেশনভুক্ত এলাকা মো: মিজানুর রহমান মিনু; রাজশাহী-৩ পবা উপজেলা এবং মোহনপুর উপজেলা মোহাম্মদ শফিকুল হক মিলন; রাজশাহী-৪ বাগমারা উপজেলা ডিএমডি জিয়াউর রহমান; রাজশাহী-৫ দুর্গাপুর উপজেলা এবং পুঠিয়া উপজেলা অধ্যাপক নজরুল ইসলাম; রাজশাহী-৬ চারঘাট উপজেলা এবং বাঘা উপজেলা আবু সাঈদ চাঁদ; নাটোর-১ লালপুর উপজেলা এবং বাগাতিপাড়া উপজেলা ফারজানা শারমিন; নাটোর-২ নাটোর সদর উপজেলা এবং নলডাঙ্গা উপজেলা রুহুল কুদ্দুস তালুকদার দুলু; নাটোর-৩ সিংড়া উপজেলা শূন্য; নাটোর-৪ গুরুদাসপুর উপজেলা এবং বড়াইগ্রাম উপজেলা মো: আবদুল আজিজ; সিরাজগঞ্জ-১ কাজিপুর উপজেলা এবং সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো- মেছড়া রতনকান্দি, বাগবাটি ও ছোনগাছা ইউনিয়ন শূন্য; সিরাজগঞ্জ-২ সিরাজগঞ্জ সদর উপজেলা নিম্নলিখিত ইউনিয়নগুলো- বহুলী, শিয়ালকোল, খোকশাবাড়ি, কাওয়াকোলা, কালিয়াহরিপুর, সয়দাবাদ ইউনিয়ন, সিরাজগঞ্জ পৌরসভা এবং কামারখন্দ উপজেলা, ইকবাল হাসান মাহমুদ টুকু; সিরাজগঞ্জ-৩ রায়গঞ্জ উপজেলা এবং তাড়াশ উপজেলা ভিপি আয়নুল হক; সিরাজগঞ্জ-৪ : (উল্লাপাড়া) এম আকবর আলী; সিরাজগঞ্জ-৫: বেলকুচি উপজেলা এবং চৌহালী উপজেলা, মোহাম্মদ আমিরুল ইসলাম খান; সিরাজগঞ্জ-৬: শাহজাদপুর উপজেলা এম এ মুহিত; পাবনা-১ : (হোল্ড করা আছে); পাবনা-২: সুজানগর উপজেলা, বেড়া উপজেলা এ কে এম সেলিম রেজা হাবিব; পাবনা-৩: চাটমোহর উপজেলা, ভাঙ্গুরা উপজেলা এবং ফরিদপুর উপজেলা মোহাম্মদ হাসান জাফির তুহিন; পাবনা-৪: আটঘরিয়া উপজেলা এবং ঈশ্বরদী উপজেলা হাবিবুর রহমান হাবিব; পাবনা-৫: পাবনা সদর, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস; মেহেরপুর-১ : মেহেরপুর সদর উপজেলা এবং গাংনী উপজেলা মাসুদ অরুন; মেহেরপুর-২ : গাংনী উপজেলা মোহাম্মদ আমজাদ হোসেন; কুষ্টিয়া-১ : দৌলতপুর উপজেলা রেজা আহমদ; কুষ্টিয়া-২ ভেড়ামারা উপজেলা এবং মিরপুর উপজেলা রাগীব রউফ চৌধুরী; কুষ্টিয়া-৩ : কুষ্টিয়া সদর উপজেলা মোহাম্মদ জাকির হোসেন সরকার; কুষ্টিয়া-৪ : কুমারখালী উপজেলা এবং খোকশা উপজেলা সৈয়দ মেহেদী আহমেদ রুমি; চুয়াডাঙ্গা-১ : আলমডাঙ্গা উপজেলা এবং নিম্নলিখিত ইউনিয়নগুলো ব্যতীত চুয়াডাঙ্গা সদর উপজেলা তিতুদহ, বেগমপুর, নেহালপুর ও গড়াইটুপি, মোহাম্মদ শরিফুজ্জামান; চুয়াডাঙ্গা-২ : দামুহুদা, জীবননগর উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো তিতুদহ, বেগমপুর, নেহালপুর ও গড়াইটুপি, মাহমুদ হাসান খান; ঝিনাইদহ-১ : (শৈলকুপা) (হোল্ড করা আছে); ঝিনাইদহ-২ : নলডাঙ্গা, ঘোড়াশাল, ফুরসুন্দি ও মহারাজপুর ইউনিয়ন এবং হরিণাকুন্ড (হোল্ড করা আছে); ঝিনাইদহ-৩ : কোটচাঁদপুর উপজেলা এবং মহেশপুর উপজেলা মোহাম্মদ মেহেদী হাসান; ঝিনাইদহ-৪ : কালীগঞ্জ উপজেলা এবং ঝিনাইদহ সদর উপজেলা নিম্নলিখিত ইউনিয়নগুলো- নলডাঙ্গা, ঘোড়াশাল, ফুরসুন্দি ও মহারাজপুর ইউনিয়ন (পরে ঘোষণা করা হবে); যশোর-১ : শার্শা উপজেলা মোহাম্মদ মাফিদুল হাসান তৃপ্তি; যশোর-২ চৌগাছা উপজেলা এবং ঝিকরগাছা উপজেলা মোছাম্মদ সাবিরা সুলতানা; যশোর-৩ : বসুন্দিয়া ইউনিয়ন ব্যতীত যশোর সদর উপজেলা অনিন্দ্য ইসলাম অমিত; যশোর-৪ : বাঘারপাড়া উপজেলা, অভয়নগর উপজেলা এবং যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন টি এস আইয়ুব; যশোর-৫ : মনিরামপুর উপজেলা (হোল্ড করা আছে); যশোর-৬ : কেশবপুর উপজেলা কাজী রওনকুল ইসলাম; মাগুরা-১: শ্রীপুর উপজেলা এবং নিম্নলিখিত ইউনিয়নগুলো ব্যতীত মাগুরা সদর উপজেলা, শত্রুজিংপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া ও বেরইল পলিতা ইউনিয়ন, মোহাম্মদ মনোয়ার হোসেন; মাগুরা-২: মহম্মদপুর উপজেলা, শালিখা উপজেলা এবং মাগুরা সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো- শত্রুজিংপুর, গোপালগ্রাম, কুচিয়ামোড়া ও বেরইল পলিতা ইউনিয়ন নিতাই রায় চৌধুরী; নড়াইল-১ : কালিয়া উপজেলা এবং নড়াইল সদর উপজেলা নিম্নলিখিত ইউনিয়নগুলো কলোড়া, বিচালি, ভদ্রবিলা, সিঙ্গাশোলপুর ও শেখ হাটি ইউনিয়ন, বিশ্বাস জাহাঙ্গীর আলম; নড়াইল-২ : লোহাগড়া উপজেলা এবং নিম্নলিখিত ইউনিয়নগুলো ব্যতীত নড়াইল সদর উপজেলা কলোড়া, বিচালি, ভদ্রবিলা সিঙ্গাশোলপুর ও শেখ হাটি ইউনিয়ন, (হোল্ড করা আছে); বাগেরহাট-১ বাগেরহাট সদর উপজেলা, মোল্লাহাট উপজেলা এবং চিতলমারী উপজেলা শূন্য; বাগেরহাট-২ ফকিরহাট উপজেলা, রামপাল উপজেলা এবং চিতলমারী উপজেলা শূন্য; বাগেরহাট-৩ : কচুয়া উপজেলা, মোড়েলগঞ্জ উপজেলা, শরণখোলা উপজেলা (হোল্ড করা আছে); খুলনা-১ : বটিয়াঘাটা উপজেলা এবং দাকোপ উপজেলা (হোল্ড করা আছে); খুলনা-২ : খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ও ৩১ নজরুল ইসলাম মঞ্জু; খুলনা-৩ : খুলনা সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ও ১৫ দিঘালিয়া উপজেলার আড়ংঘাটা যোগীপোল ইউনিয়ন রকিবুল ইসলাম বকুল; খুলনা-৪ : আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন ব্যতীত দিঘলিয়া উপজেলা, রূপসা উপজেলা এবং তেরখাদা উপজেলা আজিজুল বারী হেলাল; খুলনা-৫ : ফুলতলা উপজেলা, ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা মোহাম্মদ আলী আসগর; খুলনা-৬ : কয়রা উপজেলা এবং পাইকগাছা উপজেলা মনিরুল হাসান বাপ্পি; সাতক্ষীরা-১ : কলারোয়া উপজেলা এবং তালা উপজেলা মো: হাবিবুল ইসলাম হাবিব; সাতক্ষীরা-২ : সাতক্ষীরা সদর উপজেলা এবং দেবহাটা উপজেলা আব্দুর রউফ; সাতক্ষীরা-৩ : কালিগঞ্জ উপজেলা এবকং আশাশুনি উপজেলা কাজী আলাউদ্দিন; সাতক্ষীরা-৪ : শ্যামনগর উপজেলা মোহাম্মদ মনিরুজ্জামান; বরগুনা-১ : বরগুনা সদর উপজেলা, আমতলী উপজেলা এবং তালতলি উপজেলা, মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা; বরগুনা-২ : বামনা উপজেলা, পাথরঘাটা উপজেলা এবং বেতাগী উপজেলা নুরুল ইসলাম মনি; পটুয়াখালী-১ : পটুয়াখালী সদর উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা এবং দুমকি উপজেলা এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী; পটুয়াখালী-২ : বাউফল (হোল্ড করা আছে); পটুয়াখালী-৩ : দশমিনা উপজেলা এবং গলাচিপা (হোল্ড করা আছে); পটুয়াখালী-৪ : কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবালী উপজেলা এ বি এম মোশারফ হোসেন; ভোলা-১ : ভোলা সদর উপজেলা গোলাম নবী আলমগীর; ভোলা-২ : দৌলতখান উপজেলা এবং বোরহানউদ্দিন উপজেলা মোহাম্মদ হাফিজ ইব্রাহিম; ভোলা-৩ : তজুমদ্দিন উপজেলা এবং লালমোহন উপজেলা মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম; ভোলা-৪ : মনপুরা উপজেলা এবং চরফ্যাশন উপজেলা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন; বরিশাল-১ : গৌরনদী উপজেলা এবং আগৈলঝাড়া উপজেলা জহিরউদ্দিন স্বপন; বরিশাল-২ : উজিরপুর উপজেলা এবং বানারীপাড়া উপজেলা সরদার সাইফুদ্দিন আহমেদ সান্টু; বরিশাল-৩ : মুলাদী উপজেলা এবং বাবুগঞ্জ উপজেলা (পরে সিদ্ধান্ত দেয়া হবে); বরিশাল-৪ : মেহেন্দীগঞ্জ উপজেলা এবং হিজলা উপজেলা মোহাম্মদ রাজিব হাসান; বরিশাল-৫ : বরিশাল সিটি করপোরেশনভুক্ত এলাকা এবং বরিশাল সদর উপজেলা মোহাম্মদ মুজিবুর রহমান সারোয়ার; বরিশাল-৬ : বাকেরগঞ্জ উপজেলা আবুল হোসেন খান; ঝালকাঠি-১ : রাজাপুর উপজেলা এবং কাঠালিয়া উপজেলা (পরে সিদ্ধান্ত দেয়া হবে); ঝালকাঠি-২ : ঝালকাঠি সদর উপজেলা এবং নলছিটি উপজেলা ইসরাত সুলতানা ইলেন ভুট্টো; পিরোজপুর-১ : পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর উপজেলা এবং ইন্দুরকানী উপজেলা (পরে সিদ্ধান্ত দেয়া হবে); পিরোজপুর-২ : কাউখালী উপজেলা, ভাণ্ডারিয়া উপজেলা এবং নেছারাবাদ উপজেলা, আহমেদ সোহেল মঞ্জুর; পিরোজপুর-৩ : মঠবাড়িয়া উপজেলা মোহাম্মদ রুহুল আমিন দুলাল; টাঙ্গাইল-১ : মধুপুর উপজেলা এবং ধনবাড়ী উপজেলা ফকির মাহবুব আলম স্বপন; টাঙ্গাইল-২: গোপালপুর উপজেলা এবং ভুয়াপুর উপজেলা আব্দুস সালাম পিন্টু; টাঙ্গাইল-৩ : ঘাটাইল উপজেলা এ এস এম ওবায়দুল হক নাসির; টাঙ্গাইল-৪ : কালিহাতী উপজেলা মোহাম্মদ লুৎফর রহমান মতিন; টাঙ্গাইল-৫ : টাঙ্গাইল সদর উপজেলা (পরে ঘোষণা করা হবে); টাঙ্গাইল-৬ : দেলদুয়ার উপজেলা এবং নাগরপুর উপজেলা মো: রবিউল আউয়াল লাবলু; টাঙ্গাইল-৭ : মির্জাপুর উপজেলা আবুল কালাম আজাদ সিদ্দিকী; টাঙ্গাইল-৮ : বাসাইল উপজেলা এবং সখিপুর উপজেলা আহমেদ আজম খান; জামালপুর-১ : বকশীগঞ্জ উপজেলা এবং দেওয়ানগঞ্জ উপজেলা এম রশিদুজ্জামান মিল্লাত; জামালপুর-২ : ইসলামপুর উপজেলা এ ই সুলতান মাহমুদ বাবু; জামালপুর-৩ : মাদারগঞ্জ উপজেলা এবং মেলান্দহ উপজেলা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল; জামালপুর-৪ : সরিষাবাড়ী উপজেলা মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার শামীম; জামালপুর-৫ : জামালপুর সদর উপজেলা শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন; শেরপুর-১ : শেরপুর সদর উপজেলা সানসিলা জেবরিন; শেরপুর-২ : নকলা উপজেলা এবং নালিতাবাড়ী উপজেলা মোহাম্মদ ফাহিম চৌধুরী; শেরপুর-৩ : শ্রীবর্দি উপজেলা এবং ঝিনাইগাতী উপজেলা মোহাম্মদ মাহমুদুল হক রুবেল; ময়মনসিংহ-১ : হালুয়াঘাট উপজেলা এবং ধোবাউড়া উপজেলা সৈয়দ ইমরান সালেহ; ময়মনসিংহ-২ : ফুলপুর উপজেলা এবং তারাকান্দা উপজেলা মোতাহার হোসেন তালুকদার; ময়মনসিংহ-৩: গৌরীপুর উপজেলা এম ইকবাল হোসেইন; ময়মনসিংহ-৪ : ময়মনসিংহ সিটি করপোরেশনভুক্ত এলাকা এবং ময়মনসিংহ সদর উপজেলা (আপাতত স্থগিত, পরে ঘোষণা করা হবে) ময়মনসিংহ-৫ : মুক্তাগাছা উপজেলা মোহাম্মদ জাকির হোসেন; ময়মনসিংহ-৬ : ফুলবাড়িয়া উপজেলা মোহাম্মদ আখতারুল আলম; ময়মনসিংহ-৭ : ত্রিশাল উপজেলা ডা: মোহাম্মদ মাহবুবুর রহমান; ময়মনসিংহ-৮ : ঈশ্বরগঞ্জ উপজেলা লুৎফুল্লাহেল মাজেদ; ময়মনসিংহ-৯ : নান্দাইল উপজেলা ইয়াসের খান চৌধুরী; ময়মনসিংহ-১০ : গফরগাঁও উপজেলা (পরে ঘোষণা করা হবে); ময়মনসিংহ-১১ : ভালুকা উপজেলা ফকর উদ্দিন আহমেদ

নেত্রকোনা-১ : (ক) কলমাকান্দা উপজেলা এবং (খ) দুর্গাপুর উপজেলা ব্যারিস্টার কায়সার কামাল; নেত্রকোনা-২ : (ক) নেত্রকোনা সদর উপজেলা ও (খ) বারহাট্টা উপজেলা মো: আনোয়ারুল হক; নেত্রকোনা-৩ (ক) আটপাড়া উপজেলা এবং (খ) কেন্দুয়া উপজেলা রফিকুল ইসলাম হিলালী; নেত্রকোনা-৪ (ক) মোহনগঞ্জ উপজেলা (খ) মদন উপজেলা এবং (গ) খালিয়াজুরী উপজেলা মো: লুৎফুজ্জামান বাবর; নেত্রকোনা-৫ পূর্বধলা উপজেলা মো: আবু তাহের তালুকদার; কিশোরগঞ্জ-১ (ক) কিশোরগঞ্জ সদর উপজেলা এবং (খ) হোসেনপুর উপজেলা শূন্য; কিশোরগঞ্জ-২ (ক) কটিয়াদী উপজেলা এবং (খ) পাকুন্দিয়া উপজেলা অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন; কিশোরগঞ্জ-৩ (ক) তাড়াইল উপজেলা এবং (খ) করিমগঞ্জ উপজেলা ড. ওসমান ফারুক; কিশোরগঞ্জ-৪ (ক) ইটনা উপজেলা (খ) মিঠামইন উপজেলা এবং (গ) অষ্টগ্রাম উপজেলা মো: ফজলুর রহমান; কিশোরগঞ্জ-৫ (ক) নিকলী উপজেলা এবং (খ) বাজিতপুর উপজেলা শূন্য; কিশোরগঞ্জ-৬ (ক) কুলিয়ারচর উপজেলা এবং (খ) ভৈরব উপজেলা মো: শরীফুল আলম; মানিকগঞ্জ-১ (ক) দৌলতপুর উপজেলা (খ) ঘিওর উপজেলা এবং (গ) শিবালয় উপজেলা শূন্য; মানিকগঞ্জ-২ (ক) সিঙ্গাইর উপজেলা (খ) হরিরামপুর উপজেলা এবং (গ) মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ও ভাড়ারিয়া ইউনিয়নগুলো মঈনুল ইসলাম খাঁন; মানিকগঞ্জ-৩ (ক) হাটিপাড়া ও ভাড়ারিয়া ইউনিয়নগুলো ব্যতীত মানিকগঞ্জ সদর উপজেলা এবং (খ) সাটুরিয়া উপজেলা আফরোজা খান রিতা; মুন্সীগঞ্জ-১ (ক) শ্রীনগর উপজেলা এবং (খ) সিরাজদিখান উপজেলা শেখ মো: আবদুল্লাহ; মুন্সীগঞ্জ-২ (ক) লৌহজং উপজেলা এবং (খ) টঙ্গীবাড়ী উপজেলা মিজানুর রহমান সিনহা; মুন্সীগঞ্জ-৩ (ক) মুন্সীগঞ্জ সদর উপজেলা এবং (খ) গজারিয়া শূন্য; ঢাকা-১ (ক) দোহার উপজেলা এবং (খ) নবাবগঞ্জ খন্দকার আবু আশফাক; ঢাকা-২ (ক) কেরানীগঞ্জ উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো : (১) তাড়ানগর (২) কলাতিয়া (৩) হজরতপুর (৪) রুহিতপুর (৫) শাক্তা (৬) কালিন্দি ও (৭) ভাস্তা ইউনিয়ন এবং (খ) সাভার উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো : (১) আমীনবাজার (২) তেতুলজোড়া ও (৩) ভার্কুতা ইউনিয়ন আমান উল্লাহ আমান; ঢাকা-৩ (ক) কেরানীগঞ্জ উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো : (১) জিনজিরা (২) আগানগর (৩) তেঘরিয়া (৪) কোন্ডা ও (৫) শুভাঢ্যা ইউনিয়ন গয়েশ্বর চন্দ্র রায়; ঢাকা-৪ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-৪৭, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ (শ্যামপুর, কদমতলী) তানভীর আহমেদ রবিন; ঢাকা-৫ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ (যাত্রাবাড়ী, ডেমরা) নবীউল্লাহ নবী; ঢাকা-৬ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ (সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতোয়ালি আংশিক) ইসরাক হোসেন; ঢাকা-৭ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর- ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ ৩১, ৩২, ৩৩, ৩৫, ৩৬, ৫৬ ও ৫৭ (লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর আংশিক, কোতোয়ালি আংশিক) শূন্য; ঢাকা-৮ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৯, ২০ ও ২১ (মতিঝিল, পল্টন, শাহবাগ, শাহজাহানপুর, রমনা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ; ঢাকা-৯ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ৭৫ (সবুজবাগ, খিলগাঁও, মুগদা) শূন্য; ঢাকা-১০ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ২২ ও ৫৫ (ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ) শূন্য; ঢাকা-১১ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর- ২১, ২২, ২৩, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১ ও ৪২ (বাড্ডা, বাটারা, রামপুরা) এম এ কাইয়ুম; ঢাকা-১২ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ (তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর আংশিক) সাইফুল আলম নীরব; ঢাকা-১৩ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ (মোহাম্মদপুর, আদাবর, শেরে বাংলা নগর আংশিক) শূন্য; ঢাকা-১৪ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-০৭, ০৮, ০৯, ১০, ১১ ও ১২ এবং সাভার উপজেলার কাউন্দিয়া ও বনগাঁও ইউনিয়ন (মিরপুর, শাহ আলী, দারুসালাম) সানজিদা ইসলাম তুলি; ঢাকা-১৫ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর- ০৪, ১৩, ১৪ ও ১৬ (কাফরুল) মো: শফিকুল ইসলাম খান; ঢাকা-১৬ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর- ০২, ০৩, ০৫ ও ০৬ (রূপনগর, পল্লবী) আমিনুল হক; ঢাকা-১৭ (ক) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর- ১৫, ১৮, ১৯ ও ২০ এবং (খ) ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা (গুলশান, বনানী) শূন্য; ঢাকা-১৮ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-০১, ১৭, ৪৩, ৪৪, ৪৫, ৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ ও বিমানবন্দর এলাকা (বৃহত্তর উত্তরা ৬টি থানা) শূন্য; ঢাকা-১৯ (ক) সাভার উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো : (১) শিমুলিয়া (২) ধামসোনা (৩) ইয়ারপুর (৪) আশুলিয়া (৫) বিরুলিয়া (৬) পাথালিয়া ইউনিয়ন ও (৬) সাভার ইউনিয়ন (খ) সাভার পৌরসভা এবং (গ) সাভার সেনানিবাস এলাকা ডা: দেওয়ান মো: সালাউদ্দিন; ঢাকা-২০ ধামরাই উপজেলা শূন্য; গাজীপুর-১ (ক) কালিয়াকৈর উপজেলা এবং (খ) গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-৭-১২ শূন্য; গাজীপুর-২ (ক) গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর- ১-৬ ও ১৩-৩১ (খ) গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এম মঞ্জুরুল করিম রনি; গাজীপুর-৩ (ক) শ্রীপুর উপজেলা এবং (খ) গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, ভাউয়াল গড় ও পিরুজালী ইউনিয়ন এবং (গ) গাজীপুর সেনানিবাস এলাকা অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু; গাজীপুর-৪ কাপাসিয়া উপজেলা শাহ রিয়াজুল হান্নান; গাজীপুর-৫ (ক) কালিগঞ্জ উপজেলা এবং (খ) গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-৪০, ৪১ ও ৪২ ফজলুল হক মিলন; গাজীপুর-৬ গাজীপুর সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-৩২-৩৯ এবং ৪৩-৫৭ শূন্য; নরসিংদী-১ নিম্নবর্ণিত ইউনিয়ন ব্যতীত নরসিংদী সদর উপজেলা : (১) আমদিয়া (২) পাঁচদোনা ও (৩) মেহেরপাড়া ইউনিয়ন খায়রুল কবির খোকন; নরসিংদী-২ (ক) পলাশ উপজেলা এবং (খ) নরসিংদী সদর উপজেলার নি¤œবর্ণিত ইউনিয়নগুলো : (১) আমদিয়া (২) পাঁচদোনা ও (৩) মেহেরপাড়া ইউনিয়ন ড. আব্দুল মঈন খান; নরসিংদী-৩ শিবপুর উপজেলা শূন্য; নরসিংদী-৪ (ক) মনোহরদী উপজেলা এবং (খ) বেলাব উপজেলা সরদার মো: সাখাওয়াত হোসেন; নরসিংদী-৫ রায়পুরা উপজেলা ইঞ্জিনিয়ার মো: আশরাফ উদ্দিন বকুল; নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ উপজেলা মোস্তাফিজুর রহমান ভুইয়া দীপু; নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার উপজেলা নজরুল ইসলাম আজাদ; নারায়ণগঞ্জ-৩ (ক) সোনারগাঁও উপজেলা ও (খ) সিদ্ধিরগঞ্জ থানা (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর- ১-১০ মো: আজহারুল ইসলাম মান্নান; নারায়ণগঞ্জ-৪ নারায়ণগঞ্জ সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো : (১) ফতুল্লা (২) এনায়েতপুর (৩) বক্তাবলী (৪) কাশিপুর (৫) কুতুবপুর (৬) গোপনগর ও (৭) আলীরটেক শূন্য; নারায়ণগঞ্জ-৫ (ক) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-১১-২৭ এবং (খ) বন্দর উপজেলা মো: মাসুদুজ্জামান; রাজবাড়ী - ১ (ক) রাজবাড়ী সদর উপজেলা এবং (খ) গোয়ালন্দ উপজেলা আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম; রাজবাড়ী - ২ (ক) পাংশা উপজেলা (খ) কালুখালী উপজেলা এবং (গ) বালিয়াকান্দি উপজেলা শূন্য; ফরিদপুর- ১ (ক) মধুখালী উপজেলা (খ) বোয়ালমারী উপজেলা এবং (গ) আলফাডাঙ্গা উপজেলা শূন্য; ফরিদপুর- ২ (ক) নগরকান্দা উপজেলা (খ) সালথা উপজেলা এবং (গ) ভাঙ্গা উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো : (১) আলগি ও (২) হামিরদি ইউনিয়ন শ্যামা ওবায়েদ ইসলাম; ফরিদপুর-৩ ফরিদপুর সদর উপজেলা নায়াব ইউসুফ আহমেদ; ফরিদপুর-৪ (ক) নি¤œলিখিত ইউনিয়নগুলো ব্যতীত ভাঙ্গা উপজেলা : (১) আলগি ও (২) হামিরদি ইউনিয়ন (খ) চরভদ্রাসন উপজেলা এবং (গ) সদরপুর উপজেলা শহীদুল ইসলাম বাবুল; গোপালগঞ্জ ১ (ক) মুকসুদপুর উপজেলা এবং (খ) নিম্নলিখিত ইউনিয়গুলো ব্যতীত কাশিয়ানী উপজেলা: (১) সিংগা (২) হাতিয়াড়া (৩) পুইশুর (৪) বেথুড়ী (৫) নিজামকান্দি (৬) ওড়াকান্দি ও (৭) ফুকরা ইউনিয়ন মো: সেলিমুজ্জামান মোল্ল্যা; গোপালগঞ্জ- ২ (ক) গোপালগঞ্জ সদর উপজেলা এবং (খ) কাশিয়ানী উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো : (১) সিংগা (২) হাতিয়াড়া (৩) পুইর (৪) বেথুড়ী (৫) নিজামকান্দি (৬) ওড়াকান্দি ও (৭) ফুকরা ইউনিয়ন ডা: কে এম বাবর আলী; গোপালগঞ্জ-৩ (ক) টুঙ্গিপাড়া উপজেলা এবং (খ) কোটালীপাড়া উপজেলা এস এম জিলানী; মাদারীপুর-১ শিবচর উপজেলা কামাল জামান মোল্লা; মাদারীপুর-২ (ক) রাজৈর উপজেলা এবং (খ) নিম্নলিখিত ইউনিয়নগুলো ব্যতীত মাদারীপুর সদর উপজেলা : (১) খোয়াজপুর (২) ঝাউদি (৩) ঘটমাঝি (৪) মস্তফাপুর ও (৫) কেন্দুয়া ইউনিয়ন শূন্য; মাদারীপুর-৩ (ক) কালকিনি উপজেলা (খ) ডাসার উপজেলা এবং (গ) মাদারীপুর সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো : (১) খোয়াজপুর (২) ঝাউদি (৩) ঘটমাঝি (৪) মস্তফাপুর ও (৫) কেন্দুয়া ইউনিয়ন আনিসুর রহমান; শরীয়তপুর - ১ (ক) শরীয়তপুর সদর উপজেলা এবং (খ) জাজিরা উপজেলা সাইদ আহমেদ আসলাম; শরীয়তপুর-২ (ক) নড়িয়া উপজেলা এবং (খ) ভেদরগঞ্জ উপজেলার ইউনিয়নগুলো সখিপুর থানা : (১) আর্শিনগর (২) কাচিকাটা (৩) চরকুমারিয়, (৪) চরভাগা (৫) চরসেনছাস (৬) উত্তর তাবাবুনিয়া (৭) দক্ষিণ তারাবুনিয়া (৮) ডি এম খালি ও (৯) সখিপুর ইউনিয়ন মো: শফিকুর রহমান কিরণ; শরীয়তপুর-৩ (ক) ডামুড্যা উপজেলা (খ) গোসাইরহাট উপজেলা (গ) ভেদরগঞ্জ উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলেঅ : (১) ছয়গাঁও (২) নারায়ণপুর (৩) মহিষার ও (৪) রামভদ্রপুর ইউনিয়ন এবং (ঘ) ভেদরগঞ্জ পৌরসভা মিয়া নুরুদ্দিন আহমেদ অপু; সুনামগঞ্জ-১ (ক) ধর্মপাশা উপজেলা (খ) মাধ্যনগর উপজেলা (গ) তাহিরপুর উপজেলা এবং (ঘ) জামালগঞ্জ উপজেলা আনিসুল হক; সুনামগঞ্জ-২ (ক) দিরাই উপজেলা এবং (খ) শাল্লা উপজেলা শূন্য; সুনামগঞ্জ-৩ (ক) জগন্নাথপুর উপজেলা এবং (খ) শান্তিগঞ্জ উপজেলা মোহাম্মদ কয়সর আমমেদ; সুনামগঞ্জ-৪ (ক) সুনামগঞ্জ সদর উপজেলা এবং (খ) বিশ্বম্ভরপুর উপজেলা শূন্য; সুনামগঞ্জ-৫ (ক) ছাতক উপজেলা এবং (খ) দোয়ারাবাজার উপজেলা কলিম উদ্দিন মিলন; সিলেট-১ (ক) সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮ ও ৩৯ এবং (খ) সিলেট সদর উপজেলা খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী; সিলেট-২ (ক) বিশ্বনাথ উপজেলা এবং (খ) ওসমানী নগর উপজেলা মোছা: তাহসিনা রুশদীর; সিলেট-৩ (ক) সিলেট সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর- ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ (খ) দক্ষিণ সুরমা উপজেলা (গ) ফেঞ্চুগঞ্জ উপজেলা এবং (ঘ) বালাগঞ্জ উপজেলা মোহাম্মদ আবদুল মালিক;

সিলেট-৪ : (ক) কোম্পানীগঞ্জ উপজেলা, (খ) গোয়াইনঘাট উপজেলা, (গ) জৈন্তাপুর উপজেলা, (০); সিলেট-৫:, (ক) কানাইঘাট উপজেলা এবং (খ) জকিগঞ্জ উপজেলা, (০); সিলেট-৬: (ক) বিয়ানীবাজার উপজেলা এবং (খ) গোলাপগঞ্জ উপজেলা, ইমরান আহমেদ চৌধুরী; মৌলভীবাজার-১: (ক) বড়লেখা উপজেলা এবং (খ) জুড়ী উপজেলা, নাসিরউদ্দিন আহমেদ মিঠু; মৌলভীবাজার-২: (ক) কুলাউড়া উপজেলা, শওকত হোসেন শকু; মৌলভীবাজার-৩: (ক) মৌলভীবাজার সদর উপজেলা এবং (খ) রাজনগর উপজেলা, নাসের রহমান; মৌলভীবাজার-৪: (ক) নবীগঞ্জ উপজেলা এবং (খ) বাহুবল উপজেলা, মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী; হবিগঞ্জ-১: (ক) নবীগঞ্জ উপজেলা এবং (খ) বাহুবল উপজেলা, (০); হবিগঞ্জ-২: (ক) আজমিরীগঞ্জ উপজেলা এবং (খ) বানিয়াচং উপজেলা, আবু মনসুর শাখাওয়াত হাসান জীবন; হবিগঞ্জ-৩: (ক) হবিগঞ্জ সদর উপজেলা, (খ) লাখাই উপজেলা এবং (গ) শায়েস্তগঞ্জ উপজেলা, আলহাজ মোহাম্মদ জি কে গউছ; হবিগঞ্জ-৪: (ক) চুনারুঘাট উপজেলা এবং (খ) মাধবপুর উপজেলা, এস এম ফয়সাল; ব্রাহ্মণবাড়িয়া-১: নাসিরনগর উপজেলা, এম হান্নান; ব্রাহ্মণবাড়িয়া-২: (ক) সরাইল উপজেলা, (খ) আশুগঞ্জ উপজেলা এবং (গ) বিজয়নগর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো: (১) বুধন্তি ও (২) চান্দুরা ইউনিয়ন (০); ব্রাহ্মণবাড়িয়া-৩: (ক) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা এবং (খ) বিজয়নগর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো: (১) ইছাপুর, (২) চম্পকনগর ,(৩) পত্তন, (৪) দক্ষিণ সিংগারবিল, (৫) বিষ্ণুপুর, (৬) চর ইসলামপুর, (৭) পাহাড়পুর, (৮) হরষপুর ইউনিয়ন, খালেদ হোসেন মাহবুব; ব্রাহ্মণবাড়িয়া-৪: মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫: নবীনগর উপজেলা, মো: আবদুল মান্নান; ব্রাহ্মণবাড়িয়া-৬: বাঞ্ছারামপুর উপজেলা, (০); কুমিল্লা-১: (ক) দাউদকান্দি উপজেলা এবং (খ) মেঘনা উপজেলা ডক্টর খন্দকার মোশাররফ হোসাইন; কুমিল্লা-২: (ক) হোমনা উপজেলা এবং (খ) তিতাস উপজেলা (০); কুমিল্লা-৩: মুরাদনগর উপজেলা, কাজী শাহ মোয়াজ্জেম হোসাইন কায়কোবাদ; কুমিল্লা-৪: দেবীদ্বার উপজেলা, মনজুরুল ইসলাম মুন্সী; কুমিল্লা-৫: (ক) ব্রাহ্মণপাড়া উপজেলা এবং (খ) বুড়িচং উপজেলা, মোহাম্মদ জসিম উদ্দিন; কুমিল্লা-৬: (ক) কুমিল্লা আদর্শ সদর উপজেলা, (খ) কুমিল্লা সিটি করপোরেশন, (গ) কুমিল্লা সেনানিবাস এলাকা এবং (ঘ) কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, মোহাম্মদ মনিরুল হক চৌধুরী; কুমিল্লা-৭: চান্দিনা উপজেলা, (০); কুমিল্লা-৮: বরুড়া উপজেলা জাকারিয়া তাহের; কুমিল্লা-৯: (ক) মনোহরগঞ্জ উপজেলা এবং, (খ) লাকসাম উপজেলা, মোহাম্মদ আবুল কালাম; কুমিল্লা-১০: (ক) নাঙ্গলকোট উপজেলা এবং (খ) লালমাই উপজেলা, মোহাম্মদ আবদুল গফুর ভূঁইয়া; কুমিল্লা-১১: চৌদ্দগ্রাম উপজেলা, মোহাম্মদ কামরুল হুদা; চাঁদপুর-১: কচুয়া উপজেলা, আনম এহসানুল হক মিলন; চাঁদপুর-২: (ক) মতলব উত্তর উপজেলা এবং (খ) মতলব দক্ষিণ উপজেলা, মোহাম্মদ জালালউদ্দিন; চাঁদপুর-৩: (ক) চাঁদপুর সদর উপজেলা এবং (খ) হাইমচর উপজেলা, শেখ ফরিদ হোসেন; চাঁদপুর-৪: ফরিদগঞ্জ উপজেলা, মোহাম্মদ হারুন রশিদ; চাঁদপুর-৫: (ক) হাজীগঞ্জ উপজেলা এবং (খ) শাহরাস্তি উপজেলা, মোহাম্মদ মমিনুল হক; ফেনী-১: (ক) পরশুরাম উপজেলা, (খ) ছাগলনাইয়া উপজেলা এবং (গ) ফুলগাজী উপজেলা, বেগম খালেদা জিয়া; ফেনী-২: ফেনী সদর উপজেলা, জয়নাল আবেদীন; ফেনী-৩: (ক) সোনাগাজী উপজেলা এবং (খ) দাগনভূঞা উপজেলা, আবদুল আউয়াল মিন্টু; নোয়াখালী-১: (ক) চাটখিল উপজেলা এবং (খ) সোনাইমুড়ী উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো (১) জয়গা (২) নদনা (৩) চাষীরহাট (৪) বজরা (৫) সোনাপুর (৬) দেওটি ও (৭) আমিশাপাড়া ইউনিয়ন এবং (গ) সোনাইমুড়ী পৌরসভা, ব্যারিস্টার এস মাহবুব উদ্দিন; নোয়াখালী-২: (ক) সেনবাগ উপজেলা এবং (খ) সোনাইমুড়ী উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো (১) বারগাঁও (২) নাটেশ্বর ও (৩) অম্বর নগর ইউনিয়ন, জয়নাল আবদিন ফারুক; নোয়াখালী-৩: বেগমগঞ্জ উপজেলা, মোহাম্মদ বরকত উল্লাহ বুলু; নোয়াখালী-৪: (ক) সুবর্ণচর উপজেলা এবং (খ) নোয়াখালী সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো: (১) চরমটুয়া (২) দাদপুর (৩) নোয়ান্নই (৪) কাদিরহানিফ (৫) বিনোদপুর (৬) নোয়াখালী (৭) ধর্মপুর (৮) এওজবালিয়া (৯) কালাদরাগ (১০) পূর্ব চরমটুয়া ও (১১) আন্ডারচর ইউনিয়ন, (গ) নোয়াখালী পৌরসভা মোহাম্মদ শাহজাহান; নোয়াখালী-৫: (ক) কবিরহাট উপজেলা, (খ) কোম্পানীগঞ্জ উপজেলা এবং (গ) নোয়াখালী সদর উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো: (১) আশ্বদিয়া ও (২) নেয়াজপুর ইউনিয়ন মোহাম্মদ ফখরুল ইসলাম; নোয়াখালী-৬: হাতিয়া উপজেলা, মাহমুদুর রহমান শামীম; লক্ষ্মীপুর-১: রামগঞ্জ উপজেলা, (০); লক্ষ্মীপুর-২: (ক) রায়পুর উপজেলা এবং (খ) লক্ষ্মীপুর সদর উপজেলা নিম্নলিখিত ইউনিয়নগুলো: (১) উত্তর হামছাদী (২) দক্ষিণ হামছাদী (৩) দালাল বাজার (৪) চর রুহিতা (৫) পার্বতী নগর (৬) শাকচর (৭) টুমচর (৮) চর রমনীমোহন ও (৯) বশিকপুর ইউনিয়ন, মোহাম্মদ আবুল খায়ের ভুইয়া; লক্ষ্মীপুর-৩: (ক) লক্ষ্মীপুর সদর উপজেলা নিম্নলিখিত ইউনিয়নগুলো: (১) ভাঙ্গা খাঁ (২) দত্তপাড়া (৩) উত্তর জয়পুর (৪) চন্দ্রগঞ্জ (৫) হাজিরপাড়া (৬) চরশাহী (৭) দিঘলী (৮) মান্দারী (৯) লাহারকান্দি (১০) ভবানীগঞ্জ (১১) কুশাখালী ও (১২) তেওয়ারীগঞ্জ ইউনিয়ন এবং

(খ) লক্ষ্মীপুর সদর পৌরসভা, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী; লক্ষ্মীপুর-৪: (ক) রামগতি উপজেলা এবং (খ) কমলনগর উপজেলা, (০); চট্টগ্রাম-১: মীরশ্বরাই উপজেলা, নুরুল আমিন চেয়ারম্যান; চট্টগ্রাম-২: ফটিকছড়ি উপজেলা, সরোয়ার আলমগীর; চট্টগ্রাম-৩: সন্দ্বীপ উপজেলা, (০); চট্টগ্রাম-৪: (ক) সীতাকুণ্ড উপজেলা এবং (খ) চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-৯ ও ১০, কাজী সালাউদ্দিন; চট্টগ্রাম-৫: (ক) হাটহাজারী উপজেলা এবং (খ) চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-০১ ও ০২, মীর মোহাম্মদ হেলালউদ্দিন; চট্টগ্রাম-৬: রাউজান উপজেলা, (০); চট্টগ্রাম-৭: রাঙ্গুনিয়া উপজেলা, উম্মাম কাদের চৌধুরী; চট্টগ্রাম-৮: (ক) বোয়ালখালী উপজেলা এবং (খ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড নম্বর-০৩,০৪,০৫,০৬ ৩০৭, এরশাদুল্লাহ; চট্টগ্রাম-৯: চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ ও ২০, ২১,২২, ২৩, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ ওয়ার্ড নম্বর-৩৫ (০) চট্টগ্রাম-১০: চট্টগ্রাম সিটি ০৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫ ও ২৬ আমীর খসরু মাহমুদ চৌধুরী; চট্টগ্রাম-১১: চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড নম্বর-২৭, ২৮, ২৯, ৩০, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১ (০); চট্টগ্রাম-১২: পটিয়া উপজেলা, মোহাম্মদ এনামুল হক; চট্টগ্রাম-১৩: (ক) আনোয়ারা উপজেলা এবং (খ) কর্ণফুলী উপজেলা, সারওয়ার জামাল নিজাম; চট্টগ্রাম-১৪: (ক) চন্দনাইশ উপজেলা এবং (খ) সাতকানিয়া উপজেলার নিম্নলিখিত ইউনিয়নগুলো: কেগুচিয়া (২) কালিয়াইশ (৩) বাজালিয়া (৪) ধর্মপুর (৫) (ক) পুরানগড় ও (৬) খাগরিয়া ইউনিয়ন, (০); চট্টগ্রাম-১৫: (ক) লোহাগড়া উপজেলা এবং (খ) নিম্নলিখিত ইউনিয়নগুলো ছাড়া সাতকানিয়া উপজেলা, (ক) কেগুচিয়া (২) কালিয়াইশ (৩) বাজালিয়া (৪) ধর্মপুর (৫) পুরানগড় ও (৬) খাগরিয়া ইউনিয়ন, (০); চট্টগ্রাম-১৬: ্বাঁশখালী উপজেলা, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা; কক্সবাজার-১: (ক) চকরিয়া উপজেলা এবং (খ) পেকুয়া উপজেলা, সালাউদ্দিন আহমেদ; কক্সবাজার-২: (ক) কুতুবদিয়া উপজেলা এবং (খ) মহেশখালী উপজেলা, (০); কক্সবাজার-৩: (ক) কক্সবাজার সদর উপজেলা, (খ) ঈদগাঁও উপজেলা এবং (গ) রামু উপজেলা, লুৎফুর রহমান কাজল; কক্সবাজার-৪: (ক) উখিয়া উপজেলা এবং (খ) টেকনাফ উপজেলা, শাহজাহান চৌধুরী; খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা আবদুল ওয়াদুদ ভূঁইয়া; রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলা, দীপেন দেওয়ান; বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা, সাচিং প্রু।